ফটিকছড়িতে ইভটিজারের কারাদন্ড

    ফটিকছড়িতে ইভটিজারের কারাদন্ড

    ফটিকছড়ি প্রতিনিধি : ফটিকছড়িতে ইভটিজিং এর দায়ে মো. জসিম উদ্দীন নামের এক বখাটে কে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।

    ১১ জুলাই বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্যাট সায়েদুল আরেফিন তার কার্যালয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এ আদেশ দেন।

    জানা যায়, সুন্দরপুর ইউপির শফি সিকদার বাড়ীর মৃত শাহ আলমের ছেলে মো. জসিম উদ্দীন (৪২) পেশায় রং মিস্ত্রী। সে গত ২ মাস ধরে একখুলীয়া মনিরুজ্জামান মাষ্টার বাড়ী সামনে ধুরুং খুলশী লায়ন্স উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের উত্তক্ত করে আসছিল। বৃহস্পতিবার সকাল ৯টায় ছাত্রীরা স্কুলে যাওয়ার সময় সে পুনরায় ইভটিজিং করলে এলাকাবাসীরা তাকে ধরে উত্তম-মধ্যম দিয়ে পুলিশের মাধ্যমে উপজেলা নির্বাহী অফিসার সায়েদুল আরেফিনের কাছে সোপর্দ করে।

    উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ধৃত জসিম উদ্দীনকে জিজ্ঞাসাবাদ করলে সে ঘটনার সত্যতা ও নিজের অপরাধ স্বীকার করে। পরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্যাট সায়েদুল আরেফিন তাকে দোষী সাব্যস্ত করে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে জেল হাজতে প্রেরন করেন।

    বিএম/এম জুনায়েদ/রাজীব..

    আরো :: বঙ্গোপসাগরে ট্রলার ডুবি : পরিচয় মিলেছে ৫ লাশের, নিখোঁজ ৬