ফটিকছড়িতে হাতুড়ীর আঘাতে স্ত্রী’র মৃত্যু : স্বামী পালাতক

    চট্টগ্রাম মেইল : চট্টগ্রামের ফটিকছড়িতে প্রায় ১৫ ঘন্টা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে মৃত্যুর কাছে হার মেনেছে ২ সন্তানের জননী রুবি আকতার। আজ ২১ জুলাই রবিবার ভোর ৫ টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

    এর আগে গত ২০ জুলাই দুপুরে পারিবারিক কলহের জের ধরে ঘুমন্ত অবস্থায় রুবিকে মাথার পেছনে সজোরে আঘাত করে পাষন্ড স্বামী। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা রুবিকে উদ্ধার করে চমেক হাসপাতালে ভর্তি করিয়ে দিলেও প্রায় ১৫ ঘন্টা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে চিকিৎসাধিন অবস্থায় সে মারা যায়। নিহত রুবি উপজেলার ভূজপুর থানাধীন মির্জারহাট এলাকার ইদিলপুর গ্রামের মৃত বজল আহমদের মেয়ে।

    জানা যায়, ফটিকছড়ি পৌরসভার ৭ নং ওয়ার্ডের জুবলী স্কুল নামক স্থানে ব্রাক অফিসের পেছনে জনৈক আকবর হোসেনের কলোনীতে ভাড়ায় থাকতেন আনোয়ার হোসেন। আনোয়ার পঞ্চগড় জেলার ভোদা ময়দান দিঘী হরিপুর ঢামুরা গ্রামের জনৈক নুরুল ইসলাম ছেলে। গত ১৩ বছর আগে রুবি আকতারকে বিয়ে করে ঘর জামাই হিসেবে সেখানেই বসসাস করে আসছে । তাদের ৬ষ্ট ও ৩য় শ্রেণীতে পড়ুয়া ২ ছেলে রয়েছে।

    দীর্ঘদিন ধরে পারিবারিক অশান্তিতে স্বামী-স্ত্রীর মাঝে ঝগড়া লেগে ছিলো। গত ২০ জুলাই রাতে কথা কাটাকাটির জের ধরে স্বামী আনোয়ার হোসেন হাতুড়ী দিয়ে রুবির মাথায় বাড়ি দিলে সে গুরুতর আহত হয়। আহতাবস্থায় চমেক হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় সে রুবি মারা যায়। এ ঘটনার পর থেকে রুবির স্বামী পালাতক রয়েছে।

    নিহত রুবির বড় ভাই জানে আলম জয়নাল বলেন, রুবির ময়না তদন্ত শেষে মরদেহ বাড়ীতে নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় জানে আলম বাদি হয়ে থানায় হত্যা মামলা দায়ের কিরবে লে জানিয়েছে।

    বিএম/এম জুনায়েদ/রাজীব..