বিশ্বকাপ ফাইনালের অ্যাম্পায়ার ধর্মসেনা-ইরাসমাস

    এবার নতুন ওয়ানডে বিশ্বচ্যাম্পিয়ন পাচ্ছে ক্রিকেট।২৩ বছর পর আবার নতুন চ্যাম্পিয়ন।১৯৯৬ সালে শ্রীলঙ্কার পর।মাঝের সময়গুলোতে শুধু অস্ট্রেলিয়া আর ভারত ওয়ানডে বিশ্বকাপ জিতেছিল।

    এক কথায়, বৃহস্পতিবার অস্ট্রেলিয়াকে উড়িয়ে দিয়ে ফাইনালে উঠেছে ইংল্যান্ড।তার আগে ভারতকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ ফাইনাল নিশ্চিত করে নিউজিল্যান্ড।দুই দলের মধ্যকার শিরোপা নির্ধারণী ম্যাচের জন্য শুক্রবার চূড়ান্ত হয়েছে আম্পায়ারদের নাম।

    বিখ্যাত লর্ডসে অনুষ্ঠিতব্য ফাইনালের দায়িত্বে থাকবেন ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার সেমিফাইনালে দায়িত্ব পালন করা দুই অন-ফিল্ড আম্পায়ার শ্রীলঙ্কার কুমার ধর্মসেনা ও সাউথ আফ্রিকার মারাইস ইরাসমাস।

    অস্ট্রেলিয়ান রড টাকার বসবেন থার্ড আম্পায়ারের চেয়ারে।চতুর্থ আম্পায়ারের দায়িত্বে থাকবেন পাকিস্তানের আলিম দার।

    দ্বিতীয় সেমিফাইনালের মতো শিরোপা নির্ধারণী লড়াইয়েরও ম্যাচ রেফারি শ্রীলঙ্কার রঞ্জন মাদুগালে।ফাইনালে চূড়ান্ত হওয়া অফিসিয়ালদের সবাই দুই সেমিফাইনালের অন্তত একটির দায়িত্বে ছিলেন।

    বিএম/এমআর