বেলজিয়ামে তথ্যমন্ত্রীকে গণসংবর্ধনা

    বেলজিয়ামে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপিকে গণসংবর্ধনা দেয়া হয়েছে। শনিবার বেলজিয়াম আওয়ামী লীগ আয়োজিত দলের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তাকে গণসংবর্ধনা দেয়া হয়। বেলজিয়ামের ব্রাসেলসের ব্রিজ ইউনিভার্সিটি অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

    এ সময় তথ্যমন্ত্রী দেশের নানা উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে বলেন, দেশ যখন নানা ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে তখন একটি বিশেষ গোষ্ঠী দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে নানা ষড়যন্ত্র করছে। ওই গোষ্টীই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে ২১ বার হামলা করেছিল।

    সরকারের উন্নয়নের বিষয় প্রবাসী বাংলাদেশিদের মাঝে তুলে ধরার জন্য তিনি নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান ।

    তথ্যমন্ত্রী তার বক্তব্যে নবগঠিত সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি এম নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মুজিবুর রহমানকে বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী ও শেখ হাসিনার আস্থাভাজন হিসেবে উল্লেখ করে তাদের নেতৃত্বে ইউরোপে আওয়ামী লীগ আরো শক্তিশালী হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।

    বেলজিয়াম আওয়ামী লীগের সভাপতি শহীদুল হকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জাহাঙ্গীর চৌধুরী রতনের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বেলজিয়ামে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শাহাদাত হোসেন, সর্ব ইউরোপ আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম, সর্ব ইউরোপীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, ফ্রান্স আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমেদ সেলিম, সিনিয়র সহ-সভাপতি এমএ কাশেম, যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন কয়েছ, বেলজিয়াম আওয়ামী লীগর সিনিয়র সহ সভাপতি বিদান দেব, যুগ্ম সাধারণ সম্পাদক দাউদ খান সুহেল, সহ-সভাপতি হুমায়ূন মাসুদ হিমু, প্রচার সম্পাদক আখতারুজ্জামান, দফতর সম্পাদক রাইসুল ইসলাম রাসেল, নেদারল্যান্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মুরাদ খানসহ আরো অনেকে।

    অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশন ও মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। শেষে শিশু-কিশোরদের অংশগ্রহনের এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। ইউরোপের বিভিন্ন দেশের আওয়ামী লীগের নেতাকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

    বিএম/এমআর