রিফাত হত্যার পরিকল্পনায় মিন্নি জড়িত : পুলিশ সুপার

    বরগুনায় আলোচিত রিফাত শরীফ হত্যা মামলায় নিহত রিফাতের স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নি এ হত্যাকাণ্ডে জড়িত বলে জানিয়েছেন বরগুনার পুলিশ সুপার মো. মারুফ হোসেন।

    আজ বৃহস্পতিবার (১৮ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে সংবাদ সম্মেলনে এ বিষয়টি জানান।

    পুলিশ সুপার বলেন, যারা হত্যাকারী ছিল মিন্নি তাদের সঙ্গে শুরু থেকেই যোগাযোগ রক্ষা করে চলেছেন। মিন্নি এই হত্যাকাণ্ডের পরিকল্পনায় অংশ নেন। হত্যাকাণ্ডটি সংগঠিত হওয়ার আগে এর পরিকল্পনা বাস্তবায়নের জন্য তিনি যা যা করা দরকার, তার সবকিছুই করেছেন। তিনি হত্যাকারীদের সঙ্গে হত্যা পরিকল্পনার মিটিংও করেছেন।

    স্বামী হত্যা মামলায় আটক মিন্নি

    তিনি বলেন, একাধিক আসামি আদালতের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে মিন্নির জড়িত থাকার বিষয়টি নিশ্চিত করেছে।

    এর আগে বুধবার (১৭ জুলাই) বিকেলে বরগুনা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলার শুনানি শেষে মিন্নির পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক মো. সিরাজুল ইসলাম গাজী।

    এদিকে আজ সকালে এ হত্যা মামলার ৩ নম্বর আসামি রিশান ফরাজীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে কোথা থেকে রিশানকে গ্রেপ্তার করা হয়েছে তা জানায়নি পুলিশ।

    এখন পর্যন্ত প্রধান সাক্ষী মিন্নিসহ ১৫ জনকে এ মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ১৪ জনের মধ্যে ১০ জন এ হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন।

    বিএম/এমআর