শতাব্দীর সবচেয়ে অযোগ্য বর্তমান আইনমন্ত্রী : দুদু

    গত এক শতাব্দীতে দেশের জনগণ এ রকম একটি অযোগ্য আইনমন্ত্রী দেখেনি। রাস্তায় বের হতে ভয় লাগে কখন কাকে পিটিয়ে হত্যা করা হয়, অথচ আইনমন্ত্রী এসব ঘটনাকে বিরোধীদলের ওপর চাপানোর চেষ্টা করেছে বলে অভিযোগ করেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও কৃষকদলের আহ্বায়ক শামসুজ্জামান দুদু। প্রিয়া সাহা দেশদ্রোহীমূলক বক্তব্য দেওয়ার পরও আইনমন্ত্রী বলেছেন, এটা দেশদ্রোহী বক্তব্য নয়।’

    মঙ্গলবার (২৩ জুলাই) জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে এসব কথা বলেন তিনি।

    শামসুজ্জামান দুদু বলেন, দেশে কোনো সরকার আছে বলে দেশবাসী মনে করছে না। তিন বছরের শিশু থেকে বৃদ্ধা পর্যন্ত ধর্ষণ হচ্ছে। দেশে গণপিটুনির নামে মানুষ হত্যার উৎসব শুরু হয়েছে। গত ১৫ দিনে শেয়ারবাজার থেকে ৩৭ হাজার কোটি টাকা লুট করা হয়েছে

    বিএনপির এ নেতা বলেন, সরকার যখন দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে তাহলে জনগণের টাকায় বেতন তারা নেবে কেন? প্রধানমন্ত্রী যদি বন্যাদুর্গতদের রেখে লন্ডনে যান আর দেশের মধ্যে ধর্ষণের মহোৎসব চলে এবং গণপিটুনিতে মানুষ হত্যা করা হয়, তাহলে সরকারেরইবা কী দরকার?

    তিনি দাবি করেন, এ সরকার তো এমনিতেই অবৈধ সরকার। ভোটারবিহীন সরকার, এ সরকার দুর্নীতিগ্রস্ত সরকার, এ সরকার বাংলাদেশের গণতন্ত্রকে বিলুপ্ত করেছে, মাটি দিয়েছে, কবরস্থ করেছে।

    বিএম/এমআর