শেষ ম্যাচে জয়ের জন্য বাংলাদেশের লক্ষ্য ৩১৬ রান

    আইসিসি ক্রিকেট বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে লর্ডসে আগে ব্যাট করতে নেমে ৩১৪ রানেই ইনিংস শেষ পাকিস্তানের। বল হাতে সর্বোচ্চ পাঁচ উইকেট পান মুস্তাফিজুর রহমান।

    বাংলাদেশের সেমিফাইনালের স্বপ্ন আগেই শেষ। তবে টিকে ছিল পাকিস্তানের তাও করতে হবে অবাস্তব কিছু। ব্যাট হাতে আগেরদিন ৫০০-৬০০ করার কথা জানিয়েছিলেন পাকিস্তানের অধিনায়ক সরফরাজ আহমেদ। আগে ব্যাট করলেই কেবল সেমির আশা টিকিয়ে রাখতে পারবে পাকিস্তান। সেই আশা নিয়ে লর্ডসে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান।

    দুই পরিবর্তন নিয়ে মাঠে নামে বাংলাদেশ। আগের ম্যাচের একাদশ থেকে বাদ পড়েন সাব্বির ও রুবেল। বাংলাদেশকে শুরুতেই ব্রেকথ্রু এনে দেন মোহাম্মদ সাইফউদ্দিন। ফাখর জামানকে মিরাজের হাতে ক্যাচ তুলতে বাধ্য করেন সাইফ। অবশ্য দ্বিতীয় উইকেট জুটিতে ঘুরে দাঁড়ায় পাকিস্তান। বাবর আজম ও ইমাম-উল-হকের দায়িত্বশীল ব্যাটিং যেন পাকিস্তানকে বড় স্কোরের স্বপ্ন দেখাচ্ছিল।

    পুরো বিশ্বকাপের মত এই ম্যাচেও বাজে ফিল্ডিংয়ের করতে দেখা যায়। বাবর আজমের সহজ ক্যাচ ছাড়েন মোসাদ্দেক। সেই বাবর সেঞ্চুরির দিকে এগিয়ে যাচ্ছিলেন। তাকে থামান সাইফউদ্দিন। ব্যক্তিগত ৯৬ রানে এল্বিডাব্লিউর ফাঁদে ফেলে সাজঘরে ফেরান বাবরকে। রিভিউ নিলেও সে যাত্রায় বাঁচতে পারেননি বাবর। দুইজন মিলে গড়েন ১৫৭ রানের জুটি।

    বাবর আউট হলেও ব্যাট হাতে রানের চাকা সচল রাখেন ইমাম। হাফিজকে সঙ্গে নিয়ে রানের চাকা বাড়াতেই থাকেন। বাবর সেঞ্চুরি না পেলেও সেঞ্চুরি পান ইমাম। ১০০ করেই মুস্তাফিজের বলে আউট হন ইমাম। পাকিস্তানের অধিনায়ক সরফরাজকে মাঠ ছাড়তে হয় দ্রুত। তবে শেষদিকে দলের রান তোলেন ইমাদ ওয়াসিম। শেষদিকে ইমাদের ঝড়ো ২৬ বলে ৪৩ রানে রান সংগ্রহ করে পাকিস্তান। পাঁচ উইকেট লাভ করেন মুস্তাফিজ।

    বিএম/এমআর