সৈয়দপুরে বীর মুক্তিযোদ্ধা কমরেড আব্দুস সামাদের মৃত্যু : মেডিকেল কলেজে দেহ দান

    বীর মুক্তিযোদ্ধা প্রবীন শ্রমিকনেতা রেলওয়ে শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি ও শিল্প সাহিত্য সংসদের সদস্য, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) সৈয়দপুর উপজেলা কমিটির সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক কমরেড আব্দুস সামাদ (৭৮) আর নেই।

    তিনি শনিবার দিবাগত রাত ৯’৫০ মিনিটে শহরের সাহেবপাড়াস্থ নিজ বাসভবনে মৃত্যুবরণ করেছেন (ইন্না—রাজেউন)।

    তিনি দীর্ঘ কয়েক বছর ধরে অসুস্থাবস্থায় শয্যাশায়ী ছিলেন। শ্রেণী বৈষম্য দূরীকরণের লক্ষ্যে কাজ করে গেছেন জীবন-ভর। মানবতাই ছিল তাঁর ধর্ম।

    তিনি যখন সম্পূর্ণ সুস্থ এবং তাঁর বয়স যখন ৬৫ বছর ছিল তখন স্ব্-জ্ঞানে একশত পঞ্চাশ টাকা মূল্যের স্ট্যাম্প পেপারে নিজের দেহকে দান করেছেন দেশের নিকটতম সরকারী চিকিৎসা বিজ্ঞানে অধ্যায়নরত শিক্ষার্থীদের জ্ঞান অর্জনের জন্য।

    এ উইলটি তিনি করেন তাঁর জীবদ্দশায় ২০০৭ খ্রি ২১ জুন। তিনি তাঁর উইলে আরো বলেছেন তাঁর মৃত্যুর পর পরেই এটি কার্যকর হবে এবং পরিবারের কোন সদস্যের কোন প্রকার আপত্তি গ্রহনযোগ্য হবে না।

    মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন কন্যা ও এক পুত্রসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন।

    তাঁর শেষ ইচ্ছে অনুযায়ী মৃতদেহ রংপুর মেডিকেল কলেজে হস্তান্তর করা হবে বলে তার পারিবারিক সূত্রে জানা গেছে।

    বিএম/মনন