রিফাত হত্যা : বন্দুকযুদ্ধে নয়ন বন্ড নিহত

    দেশব্যাপী আলোচিত বরগুনার রিফাত শরীফ হত্যাকাণ্ডে দায়ের করা মামলার প্রধান অভিযুক্ত নয়ন বন্ড পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন।

    মঙ্গলবার (২ জুলাই) ভোররাতে তিনি নিহত হন বলে জানিয়েছে পুলিশ।

    বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবির মোহাম্মদ হোসেন জানিয়েছেন, রাতে বরগুনার পূর্ব বুড়িরচর গ্রামে রাত আনুমানিক চারটার পরে এ ঘটনা ঘটে।

    হোসেন জানিয়েছেন, গোপন খবরের ভিত্তিতে নয়নকে গ্রেপ্তারে জন্য অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুল্লাহ তাহেরের নেতৃত্বে অভিযান চালায় পুলিশ।

    পুলিশের দলটি পূর্ব বুড়িরচর গ্রামে পৌঁছালে আকস্মিক অজ্ঞাত ব্যক্তিরা পুলিশের ওপর গুলি ছোড়ে।

    এ সময় পুলিশ পাল্টা গুলি চালালে একজন ব্যক্তি নিহত হন, যাকে ভোরে স্থানীয় ব্যক্তিরা নয়ন বন্ড বলে চিহ্নিত করে।

    পুলিশ কর্মকর্তা হোসেন জানিয়েছেন গোলাগুলিতে চারজন পুলিশ সদস্যও আহত হয়েছেন এবং তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    প্রসঙ্গত, গেল ২৬ জুন সকালে বরগুনা শহরের কলেজ রোড এলাকায় প্রকাশ্যে স্ত্রীর সামনে রিফাত শরীফকে কুপিয়ে হত্যা করেন সন্ত্রাসীরা। পরদিন সকালে রিফাতের বাবা আবদুল হালিম শরীফ বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখ করে এবং আরও চার থেকে পাঁচজনকে অজ্ঞাত আসামি করে বরগুনা থানায় মামলা করেন। ওই মামলার প্রধান আসামি ছিলেন সাব্বির হোসেন নয়ন ওরফে নয়ন বন্ড।

    এছাড়া এলাকায় নয়ন কুখ্যাত সন্ত্রাসী এবং মাদক ব্যবসায়ী বলেও পরিচিত ছিলেন। ২০১৭ সালে একবার বরগুনায় ইয়াবা, ফেনসিডিল, হেরোইন ও দেশীয় অস্ত্রসহ নয়নকে গ্রেফতার করেছিল গোয়েন্দা পুলিশ।

    বিএম/এমআর