এজলাসে বিচারকের সামনে ছুরিকাঘাতে আসামীর মৃত্যু

    কুমিল্লায় একটি হত্যা মামলার শুনানি চলাকালে বিচারকের সামনেই আসামির ছুরিকাঘাতে অপর আসামি নিহত হয়েছেন।

    সোমবার (১৫ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম ফারুক। আর ঘাতকের নাম হাসান। ফারুক কুমিল্লার লাকসাম উপজেলার অহিদুল্লাহর ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রি ছিলেন। ঘাতক হাসান লাকসাম উপজেলার শহীদুল্লাহর ছেলে হাসান।

    আদালত সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, জানা যায়, কুমিল্লা আদালতে মনোহরগঞ্জ উপজেলায় ২০১৩ সালের ২৬ আগষ্ট সংঘটিত একটি হত্যা মামলায় (মামলা নং-১৩) আসামিদ্বয় হাসান ও ফারুক হাজিরা দিতে আসলে আসামি হাসান বিজ্ঞ বিচারকের এজলাসে অপর আসামি ফারুককে ছুরিকাঘাত করলে গুরুতর আহত ফারুককে হাসপাতালে নেয়া হলে ফারুক হাসপাতালে মৃত্যুবরণ করে। তারা আপন মামাতো ফুফাতো ভাই বলে জানা গেছে। হাসানকে ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে। হত্যাকান্ডে ব্যবহৃত ছোরাটি উদ্ধার করা হয়েছে।

    কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) নুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

    বিএম/এমআর