কারাগারে ডিআইজি প্রিজন পার্থ

    ক্ষমতার অপব্যবহার ও অবৈধ অর্থ উপার্জনের অভিযোগে দুর্নীতি মামলায় সিলেট কেন্দ্রীয় কারাগারের ডিআইজি প্রিজন পার্থ গোপাল বণিককে কারাগারে পাঠিয়েছেন আদালত।

    সোমবার (২৯ জুলাই) জামিন আবেদনের উপর শুনানি শেষে ঢাকার সিনিয়র স্পেশাল জজ কেএম ইমরুল কায়েশ জামিনের আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

    এর আগে পার্থকে বিকাল ৪টা ২০ মিনিটে আদালতের হাজত খানার আনা হয়। এর ৩০ মিনিট পর ৪টা ৫০ মিনিটে তাকে এজলাসে উঠানো হলে শুনানি শুরু হয়।

    আদালতে পার্থ’র পক্ষে জামিন শুনানি করেন অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার ও ফারুক আহমেদ। অপরদিকে জামিনের বিরোধিতা করেন দুদকের আইনজীবী মোশারফ হোসেন কাজল।

    গতকাল বণিককে নিয়ে তার গ্রিন রোডের বাসায় অভিযান চালিয়ে ৮০ লাখ টাকাসহ উদ্ধার করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

    এরপর দুদকের সহকারী পরিচালক সালাউদ্দীন বাদী হয়ে তার বিরুদ্ধে মামলা দায়ের করেন।

    পার্থ গোপাল বণিককে রোববার জ্ঞিাসাবাদ করে দুদক। এরপর তাকেসহ তার বাসায় অভিযানে নামেন দুদকের টিম। দুদকের পরিচালক ইউছুফের নেতৃত্বে অভিযানকালে তার বাসা থেকে ৮০ লাখ টাকা উদ্ধারের পর পার্থ গোপালকে আটক করা হয়।

    বিএম/এমআর