ডিআইজি প্রিজন পার্থ’র বিরুদ্ধে দুদকের মামলা

    পার্থ'র বিরুদ্ধে দুদকের মামলা

    ৮০ লাখ টাকাসহ গ্রেপ্তার হওয়া সিলেটের কারা উপমহাপরিদর্শক পার্থ গোপাল বনিকের টাকার কোনো বৈধ উৎস পাওয়া যায়নি বলে জানিয়েছেন দুদকের সচিব দিলোয়ার বখত।

    তার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। যার মামলা নং ১৫।

    সোমবার (২৯ জুলাই) দুদকের উপপরিচালক প্রণব কুমার ভট্টাচার্য্য মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

    দুদকের সহকারী পরিচালক সালাউদ্দীন বাদী হয়ে মামলাটি করেছেন বলে জানায় দুদক।

    এ বিষয়ে দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব জানান, “তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে অবৈধ অর্থ অর্জনের বিষয় তুলে মামলা দায়ের করা হয়েছে।”

    উল্লেখ্য,পার্থ গোপাল বণিক সিলেটের আগে চট্টগ্রাম কারাগারে দায়িত্ব পালন করেছেন। চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের অংশ হিসেবে গতকাল পার্থ বণিককে দুদক কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

    জ্ঞিাসাবাদের পর তাকেসহ তার বাসায় অভিযানে নামেন দুদকের টিম। দুদকের পরিচালক ইউছুফের নেতৃত্বে অভিযানকালে তার বাসা থেকে ৮০ লাখ টাকা উদ্ধারের পর পার্থ গোপালকে আটক করে দুদক।

    বিএম/এমআর

    আরো: চট্টগ্রাম কারাগারের সাবেক ডিআইজি পার্থ টাকাসহ আটক