আক্রান্তের ৯০ শতাংশ ঢাকা ফেরৎ
    চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ১৫৭ : চমেকে নতুন ৬

    চট্টগ্রাম মেইল : সারাদেশের ন্যায় চট্টগ্রামেও ক্রমশ বেড়ে চলেছে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা। আজ নতুন করে আরো ৬ জন রোগী ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে।

    এ নিয়ে চমেকে ডেঙ্গুজ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা দাড়িয়েছে ৬৫ জনে। যার মধ্যে ৫৯ জনই ঢাকায় গিয়ে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন বলে জানান চিকিৎসকরা। তাছাড়া ৩১ জুলাই বুধবার সকাল পর্যন্ত চট্টগ্রামের সরকারী ও বেসরকারী হাসপাতাল মিলে মোট ১৫৭ জন রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছে বিভিন্ন হাসপাতাল সূত্রে জানা গেছে।

    বুধবার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুজ্বরে আক্রান্ত রোগীদের একাংশ-ছবি তুলেছেন কাঞ্চন চক্রবর্তী

    এদিকে ডেঙ্গু রোগীদের চিকিৎসা নিশ্চিত করতে চট্টগ্রাম মেডিকেল কর্তৃপক্ষ আলাদা কর্ণার খুলার তথ্য জানিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. সোমেন সরকার বলেন, আলাদা কর্ণারে ৮ ঘন্টা পর পর দুজন চিকিৎসক এসব রোগীদের চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন।

    কর্তব্যরত চিকিৎসকদের দিক নির্দেশনা ও পরামর্শ দেওয়ার জন্য একজন করে আইএমও এবং সিও’র পাশাপাশি একজন বিশেষজ্ঞ চিকিৎসক প্রতিমুহুর্ত্বে আক্রান্ত রোগীদের চিকিৎসার খোঁজ খবর রাখছেন।

    চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. সোমেন সরকার

    এছাড়াও হাসপাতালে দায়িত্বরত অন্যান্য চিকিৎসকরাও ডেঙ্গু রোগে আক্রান্ত রোগীদের দেখভাল করছেন বলে জানান ডা. সোমেন।

    চিকিৎসক সোমনে সরকার আক্রান্ত রোগীদের কারো অবস্থা আশংকাজনক নয় জানিয়ে বলেন, এ রোগ নিয়ে আতঙ্খিত হওয়ার কিছুই নেই। তিনি বলেন, চমেকে ভর্তি প্রায় ৯০ শতাংশ রোগীই ঢাকা ফেরৎ। এরা কোন না কোন ভাবেই ঢাকা গিয়েছিলেন।

    চট্টগ্রাম জেলার রোগী খুবই কম। এখন পর্যন্ত চমেকে ভর্তি ৬৫ জন ডেঙ্গু রোগীর মধ্যে চট্টগ্রাম শহরের রোগী পেয়েছি মাত্র ৫ জন। চট্টগ্রামের বাইরে সীতাকুণ্ডের একজন রোগী চমেক হাসপাতালে ভর্তি রয়েছেন।

    বিএম/রাজীব সেন প্রিন্স…