চট্টগ্রামে ৯ ঘন্টার ব্যবধানে পুড়ে গেছে ৩ গুদাম

    চট্টগ্রাম মেইল : চট্টগ্রাম নগরীতে মাত্র ৯ ঘন্টার ব্যবধানে পৃথক অগ্নিকান্ডের ঘটনায় পুড়েছে দুটি রাসায়নিক গুদামসহ তিনটি গুদাম।

    মঙ্গলবার রাত সেয়া ১২ টা থেকে বুধবার সকাল সাড়ে ৯টার মধ্যে সদরঘাটের মাঝিরঘাট এলাকায় অগ্নিকান্ডের ঘটনাগুলো ঘটে।

    ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বুধবার সকালে সদরঘাট থানা মাঝিরঘাটের নারিকেল তলায় ডায়মন্ড সিমেন্টের অফিসের পাশে অগ্নিকান্ডের ঘটনার খবর পায় ফায়ার সার্ভিস।

    ৯টা ৫০ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের আগ্রাবাদ ও বন্দরের দুই ইউনিটের চারটি গাড়ি প্রায় দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

    সকাল ১১টা ১০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসার আগে রাজীব এন্টারপ্রাইজ নামক এশটি প্রতিষ্ঠানের দুটি রাসায়নিক গুদাম পুড়ে যায়।

    তথ্যটি নিশ্চিত করে চট্টগ্রামের ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক জসিম উদ্দিন জানান, গত ৯ ঘন্টার ব্যবধানে দুটি অগ্নিকান্ডের ঘটনায় তিনটি গুদাম পুড়ে গেছে। তিনি বলেন, গত মঙ্গলবার (৬ আগস্ট) রাত ১২ টার দিকে মাঝিরঘাটে নৌ পুলিশ ফাঁড়ির পাশে একটি গুদামে আগুন লাগে।

    খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। গুদামের বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে সৃষ্ট আগুনে ৩০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়।

    তাছাড়া বুধবার সকালে নারিকেল তলায় ডায়মন্ড সিমেন্টের অফিসের পাশে একটি প্রতিষ্ঠানের দুটি রাসায়নিক গুদাম পুড়ে বেশ ক্ষয়ক্ষতি হয়েছে।

    তবে এ ঘটনায় কোন হতাহত নেই জানিয়ে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপনে ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করছে বলে জানান ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।

    বিএম/রাজীব সেন..