দেবিদ্বারে যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধুর ৪৪ তম শাহাদাত বার্ষিকী পালিত

    মোঃশাহিদুল ইসলাম ভূঁইয়া (দেবিদ্বার প্রতিনিধি, কুমিল্লা) : কুমিল্লার দেবিদ্বারে যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধুর ৪৪ তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে।

    বৃহস্পতিবার দিন ব্যাপী দেবিদ্বারউপজেলাপ্রশাসন,আওয়ামিলীগ,যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ,ছাত্রলীগ ও বিভিন্ন সামাজিক সংগঠনের উদ্যোগে নানা কর্মসূচী পালিত হয়।

    সূর্যদয়ের সাথে সাথে জাতীয় পতাকা অর্ধনিম্নিতভাবে উত্তোলন, র‌্যালী, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অপর্ন,আলোচনা সভা, চিত্রাঙ্কণ, রচনা প্রতিযোগীতা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

    আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রবীন্দ্র চাকমার সভাপতিত্বে এবং প্রভাষক মোঃ সাইফুল ইসলাম শামিম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৪ দেবিদ্বার নির্বাচনী এলাকার সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আ’লীগ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা পরিষদ সদস্য সাবেক মন্ত্রী এ.এফ.এম. ফখরুল ইসলাম মূন্সী, সাবেক মন্ত্রী ও এমপি এ.বি.এম.গোলাম মোস্তফা।

    অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ হুমায়ন মাহমুদ, দেবিদ্বার উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদীন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মাষ্টার ,যুগ্মসাধারণ সম্পাদক মো সিদ্দিকুর রহমান ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক একেএম শফিকুল আলম ভিপি কামাল, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান হাজী আবুল কাসেম ওমানী,কুমিল্লা উত্তর জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ও জেলা পরিষদের সদস্য শিরিন সুলতানা, মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট নাজমা বেগম, কুমিল্লা উত্তর জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ বাহাউদ্দিন বাহার, সদস্য হাজী আবুল খায়ের, দেবিদ্বার উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মো শহীদুল্লাহ খাজা,যুগ্ম আহবায়ক মোঃ মান্নান মোল্লা, উপজেলা যুবলীগের সদস্য মোঃ মশিউর রহমান সুমন,
    জাফরগঞ্জ ইউপি চেয়ারম্যান মোঃ সোহরাব হোসেন,কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি আবু কাউছার অনিক,উপজেলা ছাত্রলীগের আহবায়ক ইকবাল হোসেন রুবেল, কুমিল্লা উত্তর জেলা সেচ্ছাসেবক লীগের সদস্য সাদ্দাম হোসেন, মোঃ নুরুল আমিন, মোঃ লিটন সরকার,পৌর স্বেচ্ছা সেবক লীগের সভাপতি মোঃ আলাউদ্দিন, দেবিদ্বার পৌর যুবলীগের সহ সভাপতি মোঃ কাজি সুমন, দেবিদ্বার উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক মোঃ হোসাইন আহাম্মদ ও মোঃ আমিনুল ইসলাম সুমন, দেবিদ্বার পৌর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ মিজানুর রহমান, সাধারন সম্পাদক শাহজালাল মিন্টু, দেবিদ্বার এস এ কলেজ ছাত্রলীগ সভাপতি, মোঃ বিল্লাল হোসেন, সাধারন সম্পাদক কাজী সীহাব, যুগ্ম সম্পাদক নুরুউদ্দিন, ছাত্রলীগ নেতা আনোয়ার হোসেন বাপ্পু,। উক্ত সমাবেশে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, আলেম, ইমাম, রাজনৈতিক নেতা-কর্মী, প্রশাসন, প্রিন্ট ও ইলেক্টনিস মিডিয়ার সাংবাদিকসহ বিভিন্ন পেশার বিপুল সংখ্যক লোকজন উপস্থিত ছিলেন।

    এদিকে দেবিদ্বার উপজেলা সদরে কাঙ্গালী ভোজের উদ্বোধন করেন কুমিল্লা- ৪(দেবিদ্বার) নির্বাচনী এলাকার সংসদ সদস্য রাজি মোহাম্মদ ফখরুল, এসময় উপজেলা পর্যায়ের সর্বস্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    বিএম