দেশে বর্তমানে ‘হাইব্রিড রেজিম’ চলছে

    দেশে বর্তমানে ‘হাইব্রিড রেজিম’ চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

    তিনি বলেছেন, ‘গবেষকরা এখন এ ধরনের সরকারকে একটা নতুন নাম দিয়েছে। সে নামটি হচ্ছে হাইব্রিড রেজিম।’

    মঙ্গলবার (২৭ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবে জাতীয় পার্টির (জাফর) সাবেক চেয়ার‍ম্যান কাজী জাফর আহমেদের চতুর্থ মৃত্যুবার্ষিকীর স্মরণসভায় তিনি এসব কথা বলেন।

    মির্জা ফখরুল বলেন, ‘এ ধরনের সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে পুরো জাতিকে ঐক্যবদ্ধ হতে হয়।’

    ব্যরিস্টার রুমিন ফারহানা ছোট একটু ভুল করেছেন, তবে অন্যায় কিছু করেননি মন্তব্য করে বিএনপির মহসচিব অভিযোগ করেছেন, গণতান্ত্রিক আন্দোলনকে বাধাগ্রস্ত করতে বিএনপির মধ্যে বিভক্তি ছড়ানোর চক্রান্ত চলছে।

    মির্জা ফখরুল বলেন, ‘গবেষকরা এখন এ ধরনের সরকারকে একটা নতুন নাম দিয়েছে। সে নামটি হচ্ছে হাইব্রিড রেজিম। তারা বলছেন, এ ধরনের সরকার ঘন ঘন নির্বাচন করে। কারণ নির্বাচন ছাড়া তারা ক্ষমতায় থাকার বৈধতা থাকে না। নির্বাচন করে সব রাষ্ট্রযন্ত্রকে তাদের নিয়ন্ত্রণে নিয়ে নেয়।’

    ফখরুল আরো বলেন, ‘কখনো এ ধরনের ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে গণতন্ত্রকে প্রতিষ্ঠার জন্য কোনো আন্দোলনই সফল হবে না যদি না সম্পূর্ণ জাতিকে আমরা ঐক্যবদ্ধ করতে না পারি।’

    মির্জা ফখরুল বলেন, ‘সরকারের বিভিন্ন এজেন্সিগুলোর প্ররোচনায় দ্বিধাবিভক্তি সৃষ্টি করবেন না। ছোটখাটো বিষয় নিয়ে পাগলের মতো ফেসবুকে দেয়ার কোনো যুক্তি নেই। কেউ একটা ছোট্ট ভুল করে ফেলল। মনে হচ্ছে এখনই কবর দিয়ে দিতে হবে।’

    বিএনপির মহাসচিব বলেন, ‘রুমিন কোনো অন্যায় করেনি। হতে পারে এই সময়ের জন্য এটা আনইথিক্যাল হয়েছে। কিন্তু রুমিন জোর গলায় পার্লামেন্টে, বাইরে, টেলিভিশনে সব জায়গায় সে এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে কথা বলে। সবখানে সে গণতন্ত্রের পক্ষে কথা বলে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির কথা বলে। আমাদের চিন্তাভাবনার লোকেরা যারা আছেন তাদের অনুরোধ করব, দয়া করে আপনারা ফেসবুকে তার বিরুদ্ধে বা আমরা যারা কথা বলি তাদের বিরুদ্ধে লিখবেন না।’

    বিএম/এমআর