ডিএমপি কমিশনার হলেন শফিকুল ইসলাম

    ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন সি আই ডি প্রধান শফিকুল ইসলাম।

    আজ রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ অধিশাখার উপসচিব স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে মোহাম্মদ শফিকুল ইসলাম বিপিএম(বার) কে ডিএমপি’র কমিশনার হিসেবে বদলী করে প্রজ্ঞাপন জারী করা হয়।

    এর ফলে, তিনি ডিএমপির বিদায়ী কমিশনার আসাদুজ্জামান মিয়ার স্থলাভিষিক্ত হলেন।

    শফিকুল ইসলাম ১৯৮৯ সালে বাংলাদেশ পুলিশ সার্ভিসে যোগদান করেন। তার বাড়ি বৃহত্তর কুষ্টিয়ায়।

    উল্লেখ, বর্তমান ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া মঙ্গলবার (১৩ আগস্ট) অবসরোত্তর ছুটিতে যাওয়ার কথা ছিল। কিন্তু জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে আসাদুজ্জামান মিয়ার অবসরোত্তর ছুটি বাতিল করে এক মাসের জন্য চুক্তিভিত্তিক ডিএমপি কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়। যার মেয়াদ শেষ হওয়ার কথা রয়েছে আগামী ১৩ সেপ্টেম্বর।

    বিএম/এমআর