পটিয়া বাইপাস : উদ্বোধনের ২৪ ঘন্টা না যেতেই ফের দুর্ঘটনা

    পটিয়া প্রতিনিধি : শত কোটি টাকা ব্যয়ে নির্মিত বহুল প্রতিক্ষীত পটিয়া বাইপাস সড়কটি গতকাল শনিবার উদ্বোধন করা হয়।

    উদ্বোধনের ২৪ ঘন্টা না পেরুতেই ঘটে ফের সড়ক দুর্ঘটনা। মার্শা বাসের ধাক্কায় ক্ষতিগ্রস্থ সিএনজি অটোরিকশা, গুরুতর আহত হয়ে আশংকাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসা নিচ্ছে চালক মো. নাসির (৩৪)।

    আজ ১১ আগষ্ট বোববার সকাল ৭টার সময় মার্শা পরিবহনের চট্টগ্রামগ্রামী ১টি দ্রুতগামী বাস সিএনজি (অটোরিকশা) কে ধাক্কা দিলে দুর্ঘটনাটি ঘটে। আহত নাসির পটিয়া পৌর সদরের কাগজি পাড়ার বাসিন্দা বলে জানা গেছে।

    সাড়ে পাঁচ কিলোমিটারের এ বাইপাস সড়কে উদ্ধোধনের পূর্বেই সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৪ জনের। গতকাল এটি উদ্ধোধন করে পুরোদমে চালু করা হয়।

    আজ সকালে দুর্ঘটনায় আহতাবস্থায় সিএনজি অটোরিকশা চালককে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে পটিয়া হাসপাতালে নিয়ে যায়। পরে সেখানের জরুরি বিভাগের চিকিৎসক চালকের অবস্থার অবনতি দেখলে দ্রুত চট্টগ্রাম মেডিেকল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

    ঘটনার সত্যতা নিশ্চিত করে পটিয়া থানার উপ-পরিদশর্ক এস আই মোবারক হোসেন বলেন, দুর্ঘটনার পর মার্শা পরিবহনের বাসটি পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি। তবে শনাক্তের চেষ্টা চলছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

    বিএম/সনজয় সেন/রাজীব