ঈদুল আজহা উপলক্ষে সিএমপির প্রেস মিট
    ড্রোনে পর্যবেক্ষন হবে পশুর হাট : নিরাপত্তায় ৫ হাজার পুলিশ

    চট্টগ্রাম মেইল : চট্টগ্রাম নগরীর প্রধান দুটি পশুরহাট পর্যবেক্ষনে প্রথমবারের মতো ড্রোন ক্যামেরা ব্যবহারের ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মাহাবুবর রহমান। পাশাপাশি এবারের ঈদুল আজহাকে সামনে রেখে নগরবাসীকে নিরাপত্তা দিতে পাঁচটি সেক্টরে ৫ হাজার পুলিশ নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকবে বলেও জানিয়েছে সিএমপি কমিশনার।

    শনিবার দুপুরে নগরীর দামপাড়া পুলিশ লাইনের কনফারেন্স কক্ষে ঈদুল আজহাকে ঘিরে নিরাপত্তাসহ বিভিন্ন প্রস্তুতি সম্পর্কে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা তুলে ধরেন পুলিশ কমিশনার।

    পুলিশ কমিশনার বলেন, আসন্ন পবিত্র ঈদ-উল আযহা-২০১৯ উপলক্ষে গবাদি পশু ক্রয়-বিক্রয়, চামড়া ক্রয়-বিক্রয় ও পরিবহন, জাল নোটের ব্যবহার রোধ এবং পশুরহাটের সার্বিক আইন শৃংঙ্খলা নিয়ন্ত্রণের লক্ষ্যে এ উদ্দ্যেগ নেয়া হয়। বলেন, পশুর হাট ঘিরে চাঁদাবাজিসহ নানান অপরাধমুলক কর্মকা- ও বিশৃঙ্খলা ঠেকাতে প্রথমবারের মত চট্টগ্রামের প্রধান দুটি (সাগরিকা ও বিবিরহাট) এ ড্রোন ক্যামেরা দিয়ে পর্যবেক্ষণের ব্যবস্থা করা হয়েছে। তাছাড়া প্রয়োজনবোধে অন্যান্য পশুরহাটেও এ পদ্ধতি ব্যবহারের পরিকল্পনা রয়েছে।

    সংবাদ সম্মেলনে সিএমপি কমিশনার বলেন, এবারের ঈদুল আযহা উপলক্ষে নগরীতে ১১টি পশুর হাট বসবে। প্রত্যেকটি হাটেই থাকছে পুলিশের কন্ট্রোল রুম। এছাড়াও ক্লোজ সার্কিট ক্যামেরা মাধ্যমে পর্যবেক্ষনের পাশাপাশি ওয়াচ টাওয়ারের সাহায্যে ক্রেতা বিক্রেতা সকলকে তল্লাশী করে হাটের ভেতরে ও বাইরে যেতে দেওয়া হবে।

    ঈদ উপলক্ষে সার্বিক নিরাপত্তা ব্যবস্থার কথা বলতে গিয়ে উপস্থিত সাংবাদিকদের তিনি বলেন, ঈদুল আজহা উপলক্ষে পাঁচটি সেক্টরে ৫ হাজার পুলিশ নিরাপত্তার দায়িত্ব পালন করবে। সিএমপির নিজস্ব টিমের পাশাপাশি এপিবিএন, র‌্যাব, বোম্ব ডিজপোজাল ইউনিট, কুইক রেসপন্স টিম, কাউন্টার টেরোরিজম ইউনিটের একাধিক টিম চার স্থরের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকবে। সার্বিক নিরাপত্তার ক্ষেত্রে বিভিন্ন স্পটের তথ্য সংগ্রহে দায়িত্ব পালন করবে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থাগুলো।

    চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মাহাবুবর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সিএমপি’র উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, থানার অফিসার ইনচার্জবৃন্দ, বিভিন্ন সরকারী সংস্থার কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি, চেম্বার অব কমার্স, বিজিএমইএ, বিকেএমইএ-এর প্রতিনিধি, পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ, পশু হাটের ইজারাদার এবং চামড়া ব্যবসায়ী বৃন্দ।

    বিএম/রাজীব সেন প্রিন্স..