ফটিকছড়িতে ৬০ হাজার টাকার জাল নোটসহ গ্রেফতার ১

    ফটিকছড়ি প্রতিনিধি : চট্টগ্রাম জেলার ফটিকছড়িতে ১ হাজার টাকার ৬০টি জাল নোটসহ মো.মনির হোসেন প্রকাশ খোকন (৩৬) নামে এক যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ।

    সোমবার ৫ আগষ্ট ভোরে গোপন সূত্রে খবর পেয়ে উপজেলার দক্ষিণ ধুরুং ৭ নম্বর ওয়ার্ডের দুলাল মিয়ার ঘরে অভিযান চালিয়ে পুলিশ জালনোটসহ তাকে গ্রেফতার করে। গ্রেফতার খোকন কুমিল্লা জেলার মনোহরগঞ্জ বিহাড়া মধ্যপাড়া এলাকার মৃত দাইয়া মিয়ার ছেলে।

    পুলিশ জানায় অভিযানে ষাট হাজার টাকা মূল্যের জাল নোট ছাড়াও ১টি পাসপোর্ট, ২টি মুঠোফোন ও ৮টি সিম কার্ড উদ্ধার করা হয়।

    ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, গোপন সূত্রে থানায় খবর আসে বর্ণিত স্থানে বেশ কিছু জাল নোট সংগৃহিত আছে। কোরবানির ঈদকে সামনে রেখে জালনোট গুলো উপজেলার বিভিন্ন বাজারে ছড়িয়ে দেয়ার লক্ষ্যে আনা হয়েছে।

    এমন খবরে সোমবার ভোরে দুলালের ঘরে অভিযান চালিয়ে তার বিছানায় থাকা ব্যাগের ভেতর থেকে এক হাজার টাকার ৬০টি জাল নোটসহ জালনোট সরবরাহকারী মনিরকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানায় ওসি।

    বিএম/এম জুনায়েদ..