ডেঙ্গুতে তিতুমীর কলেজের আরেক ছাত্রের মৃত্যু

    গত ৭ই আগস্ট ডেঙ্গুর করাল ছোঁবলে মারা গিয়েছিল সরকারি তিতুমীর কলেজের অর্থনীতি বিভাগের (২০১০-২০১১) মাস্টার্সের ছাত্র মেহেদী হাসান। তারই শোক কাটিয়ে না উঠতে আবারো ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে প্রান গেলো সরকারি তিতুমীর কলেজের আরেক ছাত্র কামাল উদ্দিন মেহেদীর।

    রাজধানীর হলি ফ্যামেলী হাসপাতালে বুধবার সন্ধ্যা ৬ টার সময় মেহেদী শেষ নিঃশ্বাস ত্যাগ করে।

    সে তিতুমীর কলেজের ইংরেজি বিভাগের ২০০৯-১০ শিক্ষা বর্ষের শিক্ষার্থী। এবার মার্স্টাস পরিক্ষা দিয়েছে। তার গ্রামের বাড়ী চাঁদপুর জেলায়। রাজধানীর মুগদাতে থাকতো মেহেদী। গতমাসে দাদা গ্রুপের একটি কোম্পানীতে চাকুরীতে জয়েন্ট করেন তিনি। সে সুবাদে গাজীপুরের জয়নবাজার ছিলো তার কর্মস্থল।

    গত ১৮ তারিখ ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফেরার পর জ্বর অনুভব করে। কিন্তু সামান্য জ্বর ভেবে অবহেলা করেছেন তিনি। কিন্তু সেই জ্বর মহামারি আকার ধারণ করলে বুধবার ( ২১ আগস্ট) সকালে তাকে হাসপাতালে নেওয়া হয়। এর পরে সকল পরিক্ষা নিরিক্ষার পরে সন্ধ্যার দিকে আর বাঁচানো যায়নি মেহেদীকে।

    বিএম/এমার