ছাগল ছিনতাইয়ের মামলায় ছাত্রলীগ নেতাকে আত্মসমর্পণের নির্দেশ

    কোরবানির ঈদের আগে দুই শতাধিক ছাগল ছিনতাইয়ের অভিযোগে মামলায় রাজধানীর মোহাম্মদপুর থানার ছাত্রলীগ সভাপতি মুজাহিদ আজমী তান্নাকে দুই সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

    মঙ্গলবার (২৭ আগস্ট) হাইকোর্টের একটি বেঞ্চ এই আদেশ দেন।

    প্রায় ৩০ লাখ টাকা মূল্যের বিভিন্ন রঙের ২১২টি ছাগল ছিনতাইয়ের অভিযোগে গত ১১ আগস্ট রাজধানীর মোহাম্মদপুর থানা ছাত্রলীগের সভাপতি তান্নাসহ নয়জনের বিরুদ্ধে দুটি মামলা হয়। এর মধ্যে র‌্যাবের হাতে গ্রেফতার হয়ে তিনজন কারাগারে রয়েছেন।

    মোহাম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. শরিফুল ইসলাম সম্প্রতি গণমাধ্যমকে জানিয়েছেন, তাদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।

    মামলার এজাহারে বলা হয়, গত ১১ আগস্ট একদল ব্যবসায়ী যশোরের বারোবাজার পশুরহাট ও ঝিনাইদহের কালীগঞ্জ থেকে ২১২টি ছোটবড় বিভিন্ন রং এর ছাগল নিয়ে ঢাকায় আসেন।

    চাঁদার দাবিতে অভিযুক্তরা ট্রাকটি মোহাম্মদপুরের বাবর রোডের জহুরি মহল্লা এলাকায় আটকে রাখেন। তারা একটি ক্লাব ঘরে ছাগল ব্যবসায়ী সাইফুল ইসলাম, বাবু খান, শেখ সোলেমান, মো. নুরুজ্জামান, ফারুক বিশ্বাস, মোহাম্মদ মাসুদ মণ্ডলকে আটকে রাখেন।

    খবর পেয়ে র‌্যাব-২ এর টহল দল ঘটনাস্থলে গিয়ে জিম্মিদশা থেকে ব্যবসায়ীদের উদ্ধার করে।

    বিএম/এমআর