গণ বিপ্লব ঘটিয়ে খালেদা জিয়াকে মুক্ত করবে যুবদল

    চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দিপ্তী বলেছেন, নগর যুবদলের ৫৭০টি ইউনিটকে সাংগঠনিক রূপ দান করার মধ্য দিয়ে গণ বিপ্লব ঘটিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করা হবে।

    তিনি আরো বলেন, থানা, ওয়ার্ড ও ইউনিট পর্যায়ে সাংগঠনিক ভিত্তি মজবুত করতে বদ্ধপরিকর নগর যুবদল নেতৃবৃন্দ।

    বৃহস্পতিবার (২৯ আগস্ট) বিকাল ৩ টায় খুলশী থানাধীন ১৩ নং পাহাড়তলী ও ১৪ নং লালখানাবাজার ওয়ার্ড যুবদলের ইউনিট প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

    উক্ত সভায় প্রধান বক্তা ছিলেন নগর যুবদলের সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ। প্রধান বক্তার বক্তব্যে মুহাম্মদ শাহেদ বলেন, দীর্ঘ ৩ যুগেরও বেশী সময় অবহেলিত ইউনিট যুবদলের কর্মকান্ডকে গতিশীল করতে অচিরেই নগর যুবদলের ৫৭০ ইউনিট কমিটি গঠন করা হবে। দলীয় কার্যালয় কেন্দ্রীয় রাজনৈতিক চর্চা থেকে নগর যুবদলের কর্মকান্ডকে থানা, ওয়ার্ড ও ইউনিট পর্যায়ে শক্তিশালী করার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে নগর যুবদল নেতৃবৃন্দ।

    তিনি আরো বলেন, থানা, ওয়ার্ড ও ইউনিট পর্যায়ে যুবদল শক্তিশালী সংগঠন হলেই নগর যুবদলের সাংগঠনিক ভিত্তি মজবুত হবে। সাংগঠনিক রাজনীতির র্চ্চায় আগামীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি আন্দোলন তরান্বিত করবে। তিনি এ সময় দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আন্দোলনের মাধ্যমে মুক্ত করার সংকল্প ব্যক্ত করেন।

    ১৩ নং ওয়ার্ড পাহাড়তলী ওয়ার্ড যুবদলের বাদশা আলমগীরের সভাপতিত্বে ও ১৪ নং ওয়ার্ড যুবদলের আহবায়ক জহিরুল ইসলামের পরিচালনায় পাহাড়তলী রেলওয়ে স্কুল সংলগ্ন শাহীর কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত কর্মী সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নগর যুবদলের সহসভাপতি আজমল হুদা রিংকু, এস এম শাহ আলম রব, ফজলুল হক সুমন, আবু সুফিয়ান, যুগ্ম সম্পাদক মো. হুমায়ুন কবীর, আবদুল হামিদ পিন্টু, খুলশী থানা যুবদলের আহবায়ক হেলাল হোসেন, সহ-সাধারণ সম্পাদক শাহজালাল পলাশ, নগর যুবদলের সমাজ কল্যাণ সম্পাদক মোহাম্মদ আলী, সহসম্পাদকবৃন্দ মনোয়ার হোসেন মানিক, জহিরুল ইসলাম জহির, আবুল কালাম, আবদুল আউয়াল টিপু, হোসেন উজ্জ জামান, নগর যুবদলের সদস্য আফছার উদ দৌলা অপু, সাখাওয়াত কবীর সুমন, খুলশী থানা যুবদলের যুগ্ম আহবায়কবৃন্দ মো. ইউনুস মুন্না, মোহাম্মদ হোসেন, সাইফুল ইসলাম, মো. মিল্টন, মো. জসিম উদ্দিন, দেলোয়ার হোসেন, মো. জাবেদ, রাসেল রানা বাবু, মো. ইমরান, রমজান আলী, আবু হানিফ, মো. কামাল, নাসির উদ্দিন পিন্টু, হাসানুল করিম ফারজু, ১৩ নং ওয়ার্ড পাহাড়তলী ওয়ার্ড যুবদলের যুগ্ম আহবায়কবৃন্দ আজাদ মিয়া, আবদুর রহমান, মো. শাহীন, মো. আমিন, ১৪ নং ওয়ার্ড যুবদলের যুগ্ম আহবায়কবৃন্দ, মো. জাহেদ, মো. জাহিদুল করিম, আনোয়ার হোসেন বাদল প্রমুখ।(প্রেস বিজ্ঞপ্তি)