বিএনপি চায় না রোহিঙ্গারা ফেরত যাক: তথ্যমন্ত্রী

    তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি চায় না রোহিঙ্গারা ফেরত যাক। রোহিঙ্গাদের নিয়ে রাজনীতি করাটাই হলো তাদের উদ্দেশ্য।

    শুক্রবার (৩০ আগস্ট) চট্টগ্রামে দামপাড়া পুলিশ লাইন্সে জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সিএমপি স্কুল অ্যান্ড কলেজ এ আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে।

    ড. হাছান মাহমুদ বলেন, ‘বঙ্গবন্ধু দূরদর্শী রাজনৈতিক নেতা ছিলেন। পাকিস্তানের কারাগার থেকে মুক্তি পেয়ে ফেরার সময় ইন্দিরা গান্ধীর সঙ্গে প্রথম সাক্ষাতে বঙ্গবন্ধু বলেছিলেন- মিসেস গান্ধী আপনার সৈন্য কখন ফেরত নেবেন? বঙ্গবন্ধুর দূরদর্শী রাজনৈতিক চিন্তার কারণে স্বাধীনতার তিন মাসের মাথায় ভারতীয় সৈন্য ফেরত গিয়েছিল।’

    দেশের অর্থনীতি ও উন্নয়নের চালচিত্র তুলে ধরে তথ্যমন্ত্রী আরও বলেন, ‘এক সময় আমরা পুরনো কাপড় বিদেশ থেকে আমদানি করে পরতাম। এর এখন আমরা বিদেশে নতুন কাপড় রফতানি করি। শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে, যাবে।’

    বিএম/এমআর