আন্তর্জাতিক ২৮ তম এশিয় জ্যোতিষ সম্মেলন উপলক্ষে মতবিনিময়

    বিএম ডেস্ক : আন্তর্জাতিক ২৮ তম এশিয় জ্যোতিষ সম্মেলন উপলক্ষ্যে মতবিনিময় ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

    আজ শুক্রবার সকাল ১০টায় চট্টগ্রাম জেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ এস্ট্রলজার্স সোসাইটি কেন্দ্রীয় পরিষদ, সকল বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ, চট্টগ্রাম বিভাগীয় শাখা ও সম্মেলন প্রস্তুতি কমিটি যৌথভাবে এ আয়োজন করে।

    চট্টগ্রাম বিভাগীয় সভাপতি মহর্ষি পন্ডিত অধ্যক্ষ ননী গোপাল আচার্য্য’র সভাপতিত্বে এবং যুগ্ম মহাসচিব রিমন মুহুরীর পরিচালনায় এ সমন্বয় সভাটি অনুষ্ঠিত হয়।

    এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ এস্ট্রলজার্স সোসাইটি কেন্দ্রীয় সভাপতি ড. মুহাম্মদ আনিসুল হক।

    তিনি বলেন, আগামী নভেম্বরে চট্টগ্রামে আন্তর্জাতিক এশিয় জ্যোতিষ সম্মেলন সফল করার লক্ষ্যে ইতিমধ্যে আমরা বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছি। সুষ্ঠু সুন্দর পরিবেশে আন্তর্জাতিক জ্যোতিষ সম্মেলন সফল করার লক্ষ্যে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করি।

    উদ্বোধক ছিলেন চসিকের ৩২নং ওয়ার্ড কাউন্সিলর জহর লাল হাজারী। মহান অতিথি ছিলেন কেন্দ্রীয় নির্বাহী সভাপতি ড. জি. কিবরিয়া। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় মহাসচিব ড. শ্রীরাম আচার্য্য।

    তিনি বলেন, বীর চট্টলার এ পবিত্র ভূমিতে এশিয় জ্যোতিষ সম্মেলন সফল করার সকল প্রস্তুতি সম্পন্ন। সম্মেলন সফল করার লক্ষ্যে সকল বিভাগীয় নেতৃবৃন্দের আন্তরিক সহযোগিতা চাই।

    উল্লেখ্য আগামী ২১, ২২, ২৩ নভেম্বর ২০১৯ইং তিন দিন ব্যাপী আন্তর্জাতিক এশিয় জ্যোতিষ সম্মেলন চট্টগ্রামে অনুষ্ঠিত হবে। এতে ভারত, নেপাল, শ্রীলঙ্কা, ভূটান, মায়ানমার থেকে আগত একাধিক বিজ্ঞ এস্ট্রলজার্সগণ আন্তর্জাতিক জ্যেতিষ সম্মেলনে যোগদান করবে।

    স্বাগত বক্তব্য রাখেন চট্টগ্রাম বিভাগের মহাসচিব পন্ডিত বিজয় শর্মা, বিশেষ অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা কমান্ডার আবু তাহের এলএমজি, প্রভাষক পলাশ কান্তি নাথ রনি।

    বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি মিলন চক্রবর্তী, খলিলুর রহমান, সাংগঠনিক সম্পাদক বিশ্বজিৎ হালদার, অর্থ সম্পাদক ইয়াসির আরাফাত মেহেদী, বিভাগীয় কমিটির পক্ষে বক্তব্য রাখেন শেখ টুটুল, এস এম রাকিব হাসান, চিন্ময় চৌধুরী মিঠু, প্রবোধ চক্রবর্তী, এস এম জাহেদ হাসান, পলাশ আচার্য্য, দুলাল আচার্য্য, সুনীতি বিকাশ আচার্য্য, এড. দীপক জ্যোতি আইচ, দুলাল বড়ুয়া, তুষার দাশ দোলন, ডা: দেলোয়ার হোসেন, ড. শিবপ্রসাদ মিশ্র, হারাধন শর্মা, মুকুল আচার্য্য, শ্রীপতি দাশ, সুজিত দাশ, বঙ্কিম আচার্য্য, কাজল আচার্য্য, অতিরিক্ত মহাসচিব এস কে আচার্য্য শ্যামল, মিন্টু শর্মা, যুগ্ম মহাসচিব রিমন মুুহুরী, জয়দেব আচার্য্য, প্রিয় মোহন কাছারী, পন্ডিত সুজন আচার্য্য, তাপস আচার্য্য, অভিজিৎ ভট্টাচার্য্য, তপন আচার্য্য, শংকর আচার্য্য, পুলক আচার্য্য, রতন আচার্য্য, কৃষ্ণ আচার্য্য, সজল আচার্য্য, আজম খান, সজল আচার্য্য, রিটু আচার্য্য বাধন, জনি আচার্য্য, শিমুল আচার্য্য, সুকুমার আচার্য্য, নবদ্বীপ আচার্য্য, পিন্টু আচার্য্য, রাজীব আচার্য্য, জুয়েল আচার্য্য প্রমুখ।

    মতবিনিময় সভায় ২১, ২২, ২৩ নভেম্বরের এশিয় জ্যোতিষ সম্মেলনের প্রস্তুতি কমিটির নাম ঘোষণা করা হয়।

    বিএম/আর এস