আলোচিত বক্তা তাহেরীর মামলা খারিজ

    দাওয়াতে ইমানি বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও ইসলামি বক্তা মুফতি মোহাম্মদ গিয়াস উদ্দিন আত-তাহেরীর বিরুদ্ধে মূল্যবোধ ও ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে করা মামলার আবেদন খারিজ করে দিয়েছেন আদালত।

    মঙ্গলবার বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালের বিচারক আসসামছ জগলুল হোসেন মামলা খারিজের আদেশ দেন।

    মামলার আবেদনকারী ঢাকা আইনজীবী সমিতির কার্যকরী সদস্য মো. ইব্রাহিম খলিল গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে বলেছেন, তাহেরীর বিরুদ্ধে করা মামলার আবেদন দুদিন অপেক্ষমান রেখে আদালত আজ সেটা খারিজ করে দিয়েছেন ।

    উল্লেখ্য, গত রোববার বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনাল আসসামছ জগলুল হোসেনের আদালতে এ মামলার আবেদন করেছিলেন আইনজীবী ইব্রাহিম খলিল। ধর্মীয় অনুভূতি ও মূল্যবোধের ওপর আঘাত সৃষ্টির অভিযোগে এ মামলার আবেদন করা হয়েছিল।

    বিএম/এমআর