টস জিতে ব্যাটিংয়ে আফগানিস্তান

    একমাত্র টেস্টে মুখোমুখি স্বাগতিক বাংলাদেশ ও সফরকারী আফগানিস্তান ক্রিকেট দল। টেস্ট ইতিহাসে দুই দলের প্রথম দেখায় প্রথমে ব্যাটিংয়ে আফগানিস্তান।

    চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস ভাগ্যে উর্ত্তীণ হয়ে এ সিদ্ধান্ত নিয়েছেন সফরকারী দলের অধিনায়ক রশিদ খান।

    বাংলাদেশের পাশাপাশি আফগানিস্তানও স্পিন নির্ভর দল। বন্দরনগরীতে অনুষ্ঠিতব্য লড়াইয়ের জন্য স্পিনারদের প্রাধান্য দিয়েই দল সাজিয়েছে উভয় দল। সাদা পোশাকের লড়াইয়ে আফগানদের বিপক্ষে পেসার ছাড়াই নামছে স্বাগতিকরা।

    একাদশে কোনো পেসার না থাকলেও রয়েছে চার স্পিনার। বিশেষজ্ঞ স্পিনার হিসেনে অধিনায়ক সাকিব আল হাসানের সাথে দলে রয়েছেন মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান ও তাইজুল ইসলাম।

    আফগানিস্তান একাদশ: ইহসানউল্লাহ, ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হাসমতউল্লাহ শাহিদী, আসগর আফগান, মোহাম্মদ নবী, ইকরাম আলিখিল (উইকেটরক্ষক), রশিদ খান (অধিনায়ক), ইয়ামিন আহমেদজাই, কায়েস আহমেদ ও জহির খান।

    বাংলাদেশ একাদশ: সাদমান ইসলাম, সৌম্য সরকার, মুমিনুল হক, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান ও তাইজুল ইসলাম।

    বিএম/এমআর