পুলিশকে এবারও টার্গেট করা হয়েছিল: ডিএমপি কমিশনার

    রাজধানীর সাইন্সল্যাব মোড়ে এবারও পুলিশকে টার্গেট করে ককটেল বিস্ফোরণ করা হয়েছিল বলে জানিয়েছে ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া।

    রোববার (১ সেপ্টেম্বর) দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

    ডিএমপি কমিশনার বলেন, ‘হামলায় আইইডি ব্যবহার করা হয়েছে। আমরা ঘটনাস্থল পরিদর্শনসহ বিভিন্ন আলামত সংগ্রহ করেছি। আশপাশের সকল সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। এর বাইরে বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ করা হচ্ছে। তাই তদন্তাধীন এ বিষয়ে এখনই চূড়ান্ত মতামত দেয়া যাবে না।’

    আছাদুজ্জামান মিয়া বলেন, ‘প্রায় তিন মাস আগে গুলিস্তান পুলিশ বক্স লক্ষ্য করে বোমা হামলা চালানো হয়েছিল। এরপর মালিবাগে পুলিশের গাড়িতে হামলা চালানো হয়েছে। পল্টন-খামারবাড়িতেও পুলিশ বক্সের কাছ থেকে বিস্ফোরক পুঁতে রাখা হয়েছিল। এসব থেকে সুস্পষ্টভাবে প্রতীয়মান হয়েছে, সবগুলো হামলায় টার্গেট ছিল পুলিশ।’

    কেন পুলিশকে টার্গেট করা হচ্ছে এ প্রসঙ্গে তিনি বলেন, ‘২০১৫ সালে দেশজুড়ে আগুন সন্ত্রাসের মাধ্যমে তাণ্ডব চালানো হয়েছিল। ২০১৬ সালে হলি আর্টিজানে ভয়াবহ জঙ্গি হামলার পর পুলিশ মোটা দাগে তাদের নেটওয়ার্ক দুর্বল করে দিতে সক্ষম হয়েছে। যে কারণে পুলিশের ওপর ক্ষোভ থাকা স্বাভাবিক।’

    বিএম/এমআর