মহাসড়কে টোল সিস্টেম চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

    জাতীয় মহাসড়কে পণ্যবাহী ট্রাক, লরি ও কাভার্ড ভ্যান মাত্রারিতিক্ত ভার বহন করায় রাস্তার ব্যাপক ক্ষতি হচ্ছে। তাই লোড নিয়ন্ত্রণে এক্সেল লোড নিয়ন্ত্রণ যন্ত্র বসানো হচ্ছে। এই যন্ত্র যাতে টেম্পারিং না করা যায় সে ব্যাপারে লক্ষ্য রাখতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। একই সঙ্গে জাতীয় মহাসড়কে টোল সিস্টেম চালু করারও তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী।

    মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) রাজধানীর শেরে বাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় এ নির্দেশনা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান সাংবাদিকদের ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর এসব নির্দেশনার কথা জানান।

    প্রধানমন্ত্রীর বরাত দিয়ে পরিকল্পনামন্ত্রী বলেন, যানবাহনের লোড সিস্টেমকেও কেন্দ্রীয়ভাবে মনিটরিংয়ের ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন সরকার প্রধান, যেটা অটো অপারেটেড হবে।

    পরিকল্পনামন্ত্রী বলেন, বাংলাদেশের সব জাতীয় মহাসড়ক টোল সিস্টেমের আওতায় আনার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী। আর আদায়কৃত টোলের অর্থ অন্য একটি অ্যাকাউন্টে জমা করা হবে। সেই টাকা মহাসড়কের রক্ষণাবেক্ষণে ব্যয় হবে।

    দেশে উৎপাদিত আলু উদ্বৃত্ত থাকায় তা রফতানির তাগিদ দিয়েছেন সরকার প্রধান। প্রধানমন্ত্রীর বরাতে পরিকল্পনামন্ত্রী বলেন, আলু তো আমরা খেয়ে শেষ করতে পারছি না তাহলে রফতানির ব্যবস্থা করেন।

    সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সিনিয়র সচিব ড. শামসুল আলম, সচিব মোহাম্মদ নুরুল আমিন, আবুল মনসুর মোহাম্মদ ফয়েজুল্লাহ প্রমুখ।

    বিএম/এমআর