একদিন না যেতেই আবার পতনের ধারায় সূচক

    স্টাফ করেসপন্ডেন্ট : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার মূল্য সূচকের পতনে লেনদেন চলছে। আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দরপতন হয়েছে। আজ বেলা ১ টা ১০ মিনিটে ডিএসইতে ২৪০ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।

    বাজার বিশ্লেষণে দেখা যায়, এই সময়ে ডিএসইতে ৩৪৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৪৫টির, কমেছে ১৪৯ টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৬টির।

    ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ২৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৬৫৯ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩ পয়েন্ট কমে অবস্থান করছে এক  হাজার ৬৮ পয়েন্টে। ডিএস৩০ সূচক ১২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৬১৯ পয়েন্টে।

    অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেনের এই সময়ে ৬ কোটি ৭৯  লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসই সার্বিক সূচক (সিএএসপিআই) ৬২ পয়েন্ট কমে অবস্থান করছে ১৪ হাজার ২১৩ পয়েন্টে। এ সময়ে সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ১৮৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৬৭টির, কমেছে ৭৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৪টির।

    আরো: পুঁজিবাজারে শুদ্ধি অভিযান চায় বিনিয়োগকারীরা