সৌদি আরবে অনুষ্ঠিত হতে যাচ্ছে নারী রেসলিং ম্যাচ

    আন্তর্জাতিক ডেস্ক :সৌদি আরবে প্রথমবারের মতো  অনুষ্ঠিত হতে যাচ্ছে নারীদের রেসলিং ম্যাচ। দেশটির কিং ফাহাদ স্টেডিয়ামে বৃহস্পতিবার ম্যাচটি অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে আয়োজকরা।

    ডব্লিউডব্লিউই জানায়, নারী সুপারস্টার নাটালিয়া এবং লেসি ইভান্স একে অপরের মুখোমুখি হবেন। টিকিট কিনে ম্যাচটি উপভোগ করা যাবে। এছাড়া আরেকটি ম্যাচে সাবেক বক্সিং চ্যাম্পিয়ন টাইসন ফুরি এবং ব্রাউন স্ট্রম্যান একে অপরের বিরুদ্ধে লড়বেন।

    সৌদিকি ফাহাদ  তেলের ওপর নির্ভরশীলতা কমিয়ে সৌদি আরবকে আরব বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতির দেশে পরিণত করার ভিশন ২০৩০ পরিকল্পনা বাস্তবায়ন করতে ইতোমধ্যে পর্যটন খাতের প্রসার ঘটাতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছেন। সেই প্রক্রিয়ার আওতায় এরইমধ্যে সৌদি নারীদের গাড়ি চালানো ও পুরুষ সঙ্গী ছাড়াই দেশের বাইরে ভ্রমণের অনুমতি পেলেও সব বাধা দূর হয়নি এখনও।

    রাজধানী রিয়াদে দুই মাসব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে সৌদি কর্তৃপক্ষ। সেখানে শতাধিক ভিন্ন ভিন্ন রকমের বিনোদনের ব্যবস্থা করা হয়েছে। তারই অংশ হিসেবে এই রেসলিংয়ের আয়োজন করা হয়েছে।