আওয়ামী লীগ সাধারণ সম্পাদক পদ পেলেন দলীয় নেতা হত্যা মামলার আসামি

    স্টাফ রিপোর্টারঃ টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদ পেলেন হত্যা মামলার আসামি আব্দুল হামিদ ভোলা। তিনি উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রকিবুল ইসলাম ফরিদ হত্যা মামলার অভিযোগপত্রভুক্ত ১০ নম্বর আসামি।

    এদিকে পূর্ণাঙ্গ কমিটিতে রকিবুল হত্যা মামলার আরো কয়েকজন আসামি পদ পেতে যাচ্ছেন বলে দলীয় সূত্র জানিয়েছে।

    সূত্র জানায়, ২০১৬ সালের ৫ ডিসেম্বর ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রকিবুল ইসলাম ওরফে ফরিদ নিখোঁজ হন। পরদিন সকালে তার নিজ গ্রাম ভারইয়ের একটি পুকুর পাড় থেকে রকিবুলের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়। হত্যা মামলায় গোয়েন্দা পুলিশ মাঈনুল হাসান মাসুদ ও মকবুল হোসেন তরফদারকে গ্রেফতার করে। পরে তারা রকিবুল হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দেন। তাদের জবানবন্দিতে এ হত্যার সঙ্গে আব্দুল হামিদের জড়িত থাকার বিষয়টি বের হয়ে আসে। তদন্ত শেষে গত বছর ৫ মার্চ গোয়েন্দা পুলিশ ১৮ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয়। অভিযোগপত্রে আব্দুল হামিদকে এ মামলার ১০ নম্বর আসামি করা হয়। আব্দুল হামিদ ভোলার ভূঞাপুর শহরের বাড়িতে এ হত্যার পরিকল্পনা এবং হত্যাকারীদের অর্থ দেওয়া হয় বলে অভিযোগপত্রে বলা হয়েছে।

    আরো পড়ুন: ইমরানকে উৎখাতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম