প্রয়োজনে একাদশে পরিবর্তন আনা হবে :রিয়াদ

    স্পোর্টস ডেস্কঃ টি-টোয়েন্টিতে ভারতের বিপক্ষে প্রথমবারের মতো জয় পেয়েছে বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজে ১-০তে এগিয়ে আছেন টাইগাররা। আগামীকাল দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে মাঠে নামবে দু’দল। উইনিং কম্বিনেশন ভাঙার ইচ্ছে না থাকলেও উইকেট দেখে ব্যবস্থা নেবে টিম ম্যানেজম্যান্ট। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন টাইগার অধিনায়ক মাহমুদউল্লাহ। তিনি বলেন, উইকেট দেখে প্রয়োজনে একাদশে পরিবর্তন আসতে পারে।

    তিনি আরও বলেন, আপাদত দলে  পরিবর্তন আসছে না। আমরা প্রথমে রাজকোটের উইকেট দেখব। এরপর সিদ্ধান্ত নেব। প্রয়োজনে একাদশে পরিবর্তন আনা হবে। অন্যথায় উইনিং কম্বিনেশন ধরে রাখার চেষ্টা করব। অতীতে এ মাঠে গড়ে ১৭০-১৮০ রান উঠছে। তাই উইকেট দেখে সিদ্ধান্ত নেব। দরকার হলে অতিরিক্ত ব্যাটসম্যান নিয়ে মাঠে নামব।

    প্রথমবারের মতো সিরিজ জেতার সুযোগ কাজে লাগাতে চায় জানিয়ে মাহমুদউল্লাহ বলেন, আমরা প্রথম ম্যাচ জিতেছি। এটা আমাদের আত্মবিশ্বাস জোগাবে। তবে আমরা বসে নেই। সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে। সেরাটা অনুশীলনে দেয়ার চেষ্টা করেছে।

    প্রথম ম্যাচ হারায় এ ম্যাচে ফিরে আসতে মরিয়া স্বাগতিকরা। এজন্য দ্বিতীয় ম্যাচে জয়ের বিকল্প দেখছে না তারা। সর্বোচ্চ চেষ্টা করবে জানিয়ে টাইগার অধিনায়ক বলেন, তারা জিততে মুখিয়ে আছে০ এ কথা সত্য। তবে আমরা ছেড়ে দেব না। আমরাও মরিয়া হয়ে আছি জেতার জন্য। কারণ, আমাদের সামনে অনেক বড় সুযোগ। এ সিরিজ জিততে পারলে আমাদের অনেক বড় অর্জন হবে।