‘বুলবুল’ এর জন্য চট্টগ্রামে বিমান চলাচল বন্ধ

    চট্টগ্রাম মেইলঘুর্ণিঝড়বুলবুলএর জন্য শনিবার ( নভেম্বর) বিকেল ৪টা থেকে রোববার সকাল ৬টা পর্যন্ত চট্টগ্রামে বিমান চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়ে শাহ আমানত বিমানবন্দর কর্তৃপক্ষ। এয়ারপোর্ট ম্যানেজার সরওয়ারজামান তথ্য জানিয়েছেন।বৈরী আবহাওয়ায় দুর্ঘটনা এড়াতে সব ধরনের বিমান চলাচল বন্ধ রাখার পদক্ষেপ নেওয়া হয়েছে বলে তিনি জানান।

    সরওয়ারজামান বলেন, ঘূর্ণিঝড়বুলবুলবিকাল ৩টার পর চট্টগ্রাম বন্দর অতিক্রম করার সম্ভাবনা রয়েছে।তাই বিকাল ৪টা থেকে আমরা ফ্লাইট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি। আগামীকাল সকাল ৬টা পর্যন্ত এই নির্দেশনা বলবৎ থাকবে। পরিস্থিতি বুঝে এটি আরও বাড়তেও পারে। বর্তমানে বিমান চলাচল স্বাভাবিক রয়েছে।

    তিনি আরো বলেন, আমরা সদর দপ্তরের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছি। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সংকেতগুলোকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। দুর্যোগ মোকাবেলায় প্ল্যান অনুযায়ী আমরা সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছি।ঘুর্ণিঝড় মোকাবেলায় আমাদের সব ধরনের প্রস্তুতি রয়েছে।