শেষ ম্যাচের জয়ে জাহানাদের সিরিজ সমতা

    স্পোর্টস ডেস্কঃতিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে ধবলধোলাই হয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। এরপর ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটিও পাকিস্তানের সঙ্গে হেরে বসে। এবার লাহোরে পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়ল বাংলাদেশ টাইগ্রেসরা।

    সোমবার (৪ নভেম্বর) সিরিজের দ্বিতীয় ও শেষ ওয়ানডেতে মুখোমুখি হয় বাংলাদেশ ও পাকিস্তানের নারীরা। সেখানে ১ উইকেটে জয়ে সমতায় শেষ হল সিরিজটি।

    গাদ্দাফি স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নামে পাকিস্তানের মেয়েরা। ৪৮.৪ ওভারে সব উইকেট হারিয়ে ২১০ রান করতে সক্ষম হয় তারা।

    বাংলাদেশ অধিনায়ক রুমানা তিনটি উইকেট তুলে নেন। সালমা খাতুন দুটি ও পান্না ঘোষ একটি করে উইকেট শিকার করেন।

    ব্যাট করতে নেমে দুই ওপেনার মুর্শিদা খাতুন ৪৪ ও শারমিন সুলতানা ২৭ রানের ইনিংম খেলেন। মিডল অর্ডারে ফারজানা হক ৬৭ রানের দুর্দান্ত এক ইনিংস উপহার দেন। ৩১ রান তুলে ফারজানাকে সহায়তা করছিলেন রুমানা। তবে শেষ দিকে ব্যাটিং অর্ডারে ধস নামে। হাল ধরেন জাহানারা আলম ও নাহিদা আক্তার। এক উইকেট ও এক বল হাতে থাকতে জয় তুলে নেয় টাইগ্রেসরা।