বিশ্ব শেয়ারবাজারের চাঙ্গা অবস্থা

    বাংলাদেশ মেইল : শেয়ারবাজার রিপোর্ট: চাঙ্গা অবস্থায় রয়েছে বিশ্ব শেয়ারবাজার। আমেরিকা ও ইউরোপের বেশিরভাগ শেয়ারবাজার উত্থানে রয়েছে। এছাড়া খানিকটা মিশ্র অবস্থায় রয়েছে এশিয়ার শেয়ারবাজার।

    যুক্তরাষ্ট্রের শেয়ারবাজার:  চাঙ্গা অবস্থা ধরে রেখেছে যুক্তরাষ্ট্রের বেশিরভাগ শেয়ারবাজার। যুক্তরাষ্ট্রের শেয়ারবাজার ডাউ জোন্সের সূচক সপ্তাহের শেষ কার্যদিবসে ১.১১ শতাংশ বা ৩০১.১৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২৭৩৪৭.৩৬ পয়েন্ট। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ১.৪৪ শতাংশ বেড়েছে। এসঅ্যান্ডপি ৫০০ ইনডেক্স ০.৯৭ শতাংশ বা ২৯.৩৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৩০৬৬.৯১ পয়েন্টে। সপ্তাহজুড়ে এসঅ্যান্ডপি’র সূচক ১.৪৭ শতাংশ বেড়েছে। নাসডাক কম্পোজিট সূচক আগের দিনের চেয়ে ১.১৩ শতাংশ বা ৯৪.০৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৮৩৮৬.৪০ পয়েন্টে। সপ্তাহজুড়ে নাসডাকের সূচক ১.৭৪ শতাংশ বেড়েছে। এছাড়া নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জের কম্পোজিট ইনডেক্সে সূচক আগের দিনের চেয়ে ০.৯৮ শতাংশ বা ১২৮.৪৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩৩০০.২৭ পয়েন্টে। সপ্তাহজুড়ে নিউইয়র্ক কম্পোজিট সূচক ১.১৭ শতাংশ বেড়েছে।

    ইউরোপের শেয়ারবাজার: কিছুটা মিশ্র অবস্থা থাকলেও যুক্তরাষ্ট্রের মতো ভালো অবস্থায় রয়েছে ইউরোপের শেয়ারবাজার। যুক্তরাজ্যের এফটি এসই-১০০ ইনডেক্স গত সপ্তাহের শেষ কার্যদিবসে ০.৭৫ শতাংশ বা ৫৪.০৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৭৩০২.৪২ পয়েন্টে। সপ্তাহজুড়ে এফটিএসই-১০০ সূচক ০.৩০ শতাংশ কমেছে। জার্মানির শেয়ারবাজার ডেক্স ইনডেক্স এর সূচক আগের দিনের চেয়ে ০.৭৩ শতাংশ বা ৯৪.২৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১২৯৬১.০৫ পয়েন্টে। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ০.৫২ শতাংশ বেড়েছে। ফ্রান্সের সিএসি-৪০ ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৫৬ শতাংশ বা ৩২.০৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫৭৬১.৮৯ পয়েন্টে। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ০.৬৯ শতাংশ বেড়েছে। ইতালির স্টক এক্সচেঞ্জ এফটিএসই এমআইবি ইনডেক্স আগের দিনের চেয়ে ১.০৬ শতাংশ বা ২৪০.৫৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২২৯৩৪.৩২ পয়েন্টে। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ১.৪৪ শতাংশ বেড়েছে।

    এশিয়ার শেয়ারবাজার: মিশ্র অবস্থায় রয়েছে এশিয়ার বেশিরভাগ শেয়ারবাজার। গত সপ্তাহের শেষ কার্যদিবসে জাপানের শেয়ারবাজার নিক্কি ২২৫ এর সূচক আগের দিনের চেয়ে ০.৩৩ শতাংশ বা ৭৬.২৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২২৮৫০.৭৭ পয়েন্টে। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ০.২২ শতাংশ বেড়েছে। হংকংয়ের শেয়ারবাজার হ্যাং সেং এর সূচক আগের দিনের চেয়ে ০.৭২ শতাংশ বা ১৯৪.০৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২৭১০০.৭৬ পয়েন্টে। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ১.৬৩ শতাংশ বেড়েছে। চীনের শেয়ারবাজার সাংহাই সী কম্পোজিটের সূচক আগের দিনের তুলনায় ০.৯৯ শতাংশ বা ২৯.১৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২৯৫৮.২০ পয়েন্টে। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ০.১১ শতাংশ বেড়েছে। ভারতের বোম্বে স্টক এক্সচেঞ্জের সেনসেক্স-৩০ ইনডেক্স আগের দিনের চেয়ে ০.০৯ শতাংশ বা ৩৫.৯৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪০১৬৫.০৩ পয়েন্টে। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ২.৮৩ শতাংশ বেড়েছে। এছাড়া সিঙ্গাপুরের এফটিএসই স্ট্রেট টাইম ইনডেক্স আগের দিনের চেয়ে ০.০১ শতাংশ বা ০.৪৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৩২২৯.৪৩ পয়েন্টে। সপ্তাহজুড়ে স্টক এক্সচেঞ্জটির সূচক ১.৩৮ শতাংশ বেড়েছে।