অক্টোবরেও পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগ কমেছে

    স্টাফ করেসপন্ডেন্ট : অক্টোবরেও পুজিবাজারে কমেছে বিদেশি বিনিয়োগ। চলমান পতনের বাজারে আস্থাহীনতা দিন দিন বেড়েই চলছে। এরই ধারাবাহিকতায় শেয়ার বিক্রি করে দিচ্ছেন বিদেশী বিনিয়োগ কারীরা।পুঁজিবাজারে চলতি বছরের সেপ্টেম্বরের তুলনায় অক্টোবরে বিদেশি বিনিয়োগের পরিমাণ কমছে।

    বাজার বিশ্লেষণে দেখা যায়, অক্টোবরে বিদেশি বিনিয়োগকারীরা ২৩১ কোটি ৯৯ লাখ ৭২ হাজার ১০২ টাকার শেয়ার কিনেছেন। এর বিপরীতে ৩২৮ কোটি ৯২ লাখ ৫৬ হাজার ৩৮৪ টাকার শেয়ার বিক্রি করেছেন। সে হিসাবে আলোচ্য সময়ে ৯৬ কোটি ৯২ লাখ ৮৪ হাজার ২৮২ টাকার শেয়ার বেশি বিক্রি করেছেন বিদেশিরা।

    আর অক্টোবরে বিদেশি বিনিয়োগকারীদের পোর্টফোলিওতে মোট ৫৬০ কোটি ৯২ লাখ ২৮ হাজার ৪৮৬ টাকার লেনদেন হয়েছে। এর আগের মাসে লেনদেন ছিল ৫৭৫ কোটি ৯৩ লাখ ২৬৮ টাকা। সেই হিসাবে বিদেশি পোর্টফোলিওতে লেনদেনের পরিমাণ কমেছে ১৫ কোটি ৭১ হাজার ৭৮২ টাকা।

    এদিকে সেপ্টেম্বরে বিদেশিরা ডিএসইর মাধ্যমে ২৫৭ কোটি ৭৮ লাখ ৭১ হাজার ৪৮০ টাকার শেয়ার ক্রয় করেন। বিপরীতে বিক্রি করেছে ৩১৮ কোটি ১৪ লাখ ২৮ হাজার ৭৮৮ টাকার শেয়ার। ফলে সেপ্টেম্বরে ৬০ কোটি ৩৫ লাখ ৫৭ হাজার ৩০৮ টাকার শেয়ার বেশি বিক্রি করেছেন বিদেশিরা।