মেসির জন্য আলাদা ব্যালন ডি’অর বরাদ্দ রাখা উচিত : নেইমার

    ব্যালন ডি'অর

    সমর্থকদের মাঝে যতই আদায়-কাঁচকলায় সম্পর্ক থাকুক না কেন, তাদের দুজনের বন্ধুত্বের কথা ফুটবল অঙ্গনে বহুল প্রচলিত। ব্রাজিল সুপারস্টার নেইমারকে বার্সেলোনায় ফিরিয়ে আনতে যতটা করা সম্ভব ততটাই করেছেন আর্জেন্টাইন ফুটবল জাদুকর লিওনেল মেসি। কিন্তু শেষ পর্যন্ত পিএসজির গোয়ার্তুমিতে ব্যর্থ হয় বার্সা। মেসির সঙ্গে বার্সায় কাটানো সেই দিনগুলো মিস করেন পিএসজিতে নাজুক অবস্থায় থাকা নেইমার। এবার তিনি মেসির জন্য আলাদা করে ব্যালন ডি’অর পুরস্কার রাখারও দাবি জানিয়েছেন।

    সম্প্রতি বিশ্বরেকর্ড গড়ে ক্যারিয়ারেরর ৬ষ্ঠ ব্যালন ডি’অর জিতেছেন লিওনেল মেসি। পাঁচটি ব্যালন ডি’অর নিয়ে পেছনে পড়ে গেছেন তার চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনালদো। মেসির প্রতি নেইমারের ভালোবাসা-শ্রদ্ধাবোধ আবারও ফুটে ওঠলো নতুন এক মন্তব্যে। ব্রাজিল সুপারস্টার মেসির জায়গায় আর কাউকেই বসাতে চান না। এমনকী অন্যেরা যে পুরস্কার পান, তাদের সঙ্গে মেসির প্রতিযোগিতা করা উচিত বলেও মনে করেন না তিনি।

    মেসিকে নিয়ে সাম্প্রতিক এক সাক্ষাতকারে নেইমার বলেছেন, ‘মেসি অবিশ্বাস্য একজন খেলোয়াড়। আমার দেখা সেরা খেলোয়াড়। সে ষষ্ঠ ব্যালন ডি’অর জিতেছে, এতে অবাক হওয়ার কিছু নেই। দীর্ঘ কয়েক বছর ধরেই সে সবার ওপরে। আসলে শুধু তার জন্যই একটা ব্যালন ডি’অর বরাদ্দ রাখা উচিত।’

    বার্সেলোনায় প্রত্যাবর্তনের সম্ভাবনা নিয়ে এক প্রশ্নের জবাবে কৌশলী নেইমার বলেন, ‘এখন আমি পিএসজির খেলোয়াড়। আমি এখানে শতভাগই দেই। পিএসজিকে সফল করার জন্য মাঠে আমার জীবন ধরে দেই। আমি কাউকে কষ্ট দিতে চাই না। তবে আমার মন বলে, যদি তুমি কোথাও সুখী না থাক, তবে চলে যাওয়া উচিত।’ জাতীয় দল নিয়ে স্বপ্নের কথা জানিয়ে ব্রাজিল তারকার বক্তব্য, ‘ব্রাজিলের হয়ে বিশ্বকাপ জিততে চাই। এই লক্ষ্যের পেছনেই ছুটে চলছি।’