যে কারণে বিপিএলের মাঝপথে দেশে ফিরে গেলেন আফ্রিদি

    আফিদ্রী

    বাংলাদেশ প্রিমিয়ার লিগের চলমান আসরে ঢাকা প্লাটুন এর হয়ে খেলছেন সাবেক পাকিস্তানি ক্রিকেটার শহীদ আফ্রিদি। কিন্তু ইনজুরির কারণে হঠাৎ করেই নিজ দেশে ফিরে গেলেন তিনি। তবে চোট কাটিয়ে ৬ জানুয়ারির মধ্যে তিনি ফিরবেন বলেই আশা ঢাকা প্লাটুনের।

    এ প্রসঙ্গে ঢাকা প্লাটুনের এক ঘনিষ্ঠ সূত্র গণমাধ্যমকে জানায়, “ডান পায়ে চোট পেয়েছেন আফ্রিদি। যে কারণে দেশে ফিরে গেছেন তিনি। তাকে সম্পূর্ণ বিশ্রামে থাকতে বলা হয়েছে। আমরা আশা করছি সে সেরে ওঠলে ৬ জানুয়ারির মধ্যে বাংলাদেশে ফিরবে।”

    সংশ্লিষ্ট সূত্র আরো জানায়, অনেক বছর ধরেই হাঁটুর চোটে ভুগছেন আফ্রিদি। আন্তর্জাতিক ক্রিকেটের শেষদিকেও একই চোটের কারণে ধকল পোহাতে হয়েছে তাকে। চলমান বিপিএল চলাকালে ফের সেই চোট বাঁধান তারকা এই অলরাউন্ডার।

    উল্লেখ্য, এবারের আসরে এখন পর্যন্ত ৬টি ম্যাচ খেলেছেন আফ্রিদি। একটি ম্যাচে জোড়া উইকেট পেলেও বাকি ম্যাচগুলোতে উইকেটশূন্য ছিলেন। ব্যাট হাতেও আহামরি ভালো করতে পারেননি তিনি। দুই অঙ্কের রানের দেখা মাত্র একবার পেয়েছেন।