চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা ৭.৯ ডিগ্রি

    চুয়াডাঙ্গায়

    আজ বৃহস্পতিবার সকাল ৬টায় চুয়াডাঙ্গায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। চলিত মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় এ জেলায়।

    হাড়কাঁপানো শীতের কারণে সারা দেশের জনজীবনে স্থবিরতা নেমে এসেছে। তাপমাত্রা আরও কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

    গত দুদিন ধরে তীব্র শীতল বাতাস প্রবাহিত হচ্ছে চুয়াডাঙ্গা জেলায়। দিন দিন তাপমাত্রা হ্রাস পাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে চুয়াডাঙ্গাসহ উত্তরাঞ্চলের জনজীবন।

    ঠাণ্ডার পাশাপাশি শীতল বাতাস বাড়িয়ে দিচ্ছে মানুষের ভোগান্তি। সবচেয়ে বেশি দুর্ভোগে রয়েছে খেটে খাওয়া ছিন্নমূল মানুষ। খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণ করছেন অনেকেই। বিভিন্ন জেলায় শীতবস্ত্র ও কম্বল বিতরণ করা হলেও তা প্রয়োজনের তুলনায় অপর্যাপ্ত।