চট্টগ্রাম সাংবাদিক কো-অপারেটিভ হাউজিং সোসাইটি'র উদ্দ্যেগ
    চট্টগ্রামে কর্মরত  গণমাধ্যমকর্মীদের সুরক্ষায় হ্যান্ড স্যানিটাইজার

    বাংলাদেশ মেইল : করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে চট্টগ্রামে কর্মরত  গণমাধ্যমকর্মীদের সুরক্ষায় হ্যান্ড স্যানিটাইজার তৈরি করছে সাংবাদিকদের  সংগঠন চট্টগ্রাম সাংবাদিক কো-অপারেটিভ হাউজিং সোসাইটি  লিমিটেড। করোনা ভাইরাস থেকে  গণমাধ্যমকর্মীদের সুরক্ষার জন্য ব্যতিক্রমী এই উদ্যোগ নিয়েছে সংগঠনটি ।

    রোববার (২২ মার্চ) সকালে নগরীর সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজের বিজ্ঞানাগারে এই হ্যান্ড স্যানিটাইজার তৈরির কার্যক্রম শুরু হয়েছে। এতে সহায়তা দিচ্ছে রসায়ন সমিতি, চট্টগ্রাম অঞ্চল।

    কার্যক্রমের উদ্বোধন করেন সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজের  অধ্যক্ষ অঞ্জন কুমার নন্দী। এসময় উপস্থিত ছিলেন রসায়ন সমিতির ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ড. বেনু প্রসাদ বড়ুয়া, মহসিন কলেজের রসায়ন বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান অধ্যাপক মো. ইদ্রিস আলী, চট্টগ্রাম সাংবাদিক কোঅপারেটিভ হাউজিং সোসাইটির সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস, অর্থ সম্পাদক নুর উদ্দিন আহমেদ এবং ব্যবস্থাপনা কমিটির সদস্য মহসীন কাজী।