বৃটেনে বাঙালি অধ্যুষিত এলাকায় করোনার ছোবল

    বাংলাদেশ মেইল ::

    লন্ডনে বাঙ্গালী অধ্যুষিত এলাকা টাওয়ার হ্যামলেটস,  নিউহ্যাম, হ্যাকনি,  রেডব্রিজে ক্রমাগত বাড়ছে করোনা আক্রান্ত রোগির সংখ্যা। আক্রান্তদের সিংহভাগই বৃটিশ বাংলাদেশি।

    গতকাল শনিবার পর্যন্ত টাওয়ার হ্যামলেটস বারায় আক্রান্তের সংখ্যা ১৬১ জন,  নিউহ্যামে বারায় আক্রান্ত হয়েছে ১৯৫ জন৷ হ্যাকনি বারায় আক্রান্তের সংখ্যা ১৫১ জন, বার্কিং ডেগেনহ্যামে ৯৩ জন এবং রেডব্রিজে ১২৮ জন করোনা রোগি সনাক্ত হয়েছে৷

    টাওয়ার হ্যামলেটসে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত ৩১ জন রোগী সনাক্ত হয়েছে। শুক্রবার এ সংখ্যা ছিল ১২৯ জনে।

    বৃটেনে করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ছাড়িয়েছে এক হাজার। যুক্তরাজ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২৬০ জনের। এ পর্যন্ত বৃটেনে করোনায় সর্বমোট মৃত্যু হয়েছে ১০১৯ জনের।
    শুক্রবার পর্যন্ত সংখ্যা  ছিল ৭৫৯। দেশটির রানী, প্রিন্স চার্লস, প্রধানমন্ত্রী বরিস জনসন,    স্বাস্থ্যমন্ত্রী হ্যানককসহ বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যাক্তিও করোনায় আক্রান্ত হয়েছে। গতকাল শনিবার করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ন্যাশনাল হেলথ সার্ভিসের একজন ডাক্তারও।