চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উদ্দ্যেগ
    হট লাইনে কল দিলেই প্রয়োজনীয় দ্রব্য ঘরে পৌছে দিচ্ছে পুলিশ

    বাংলাদেশ মেইল::

    চট্টগ্রামে হটলাইনে ফোন দিলেই নাগরিকদের বাড়িতে বাড়িতে চাল-ডালসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য পৌঁছে দিচ্ছে পুলিশ। করোনাভাইরাস সংক্রমণ রোধে গত কয়েকদিন ধরেই গৃহবন্দি সাধারণ মানুষ। এ অবস্থায় সাধারন মানুষের নিত্যপণ্যের প্রয়োজন মেটানোর জন্য যাতে বাইরে বের হতে না হয় সেজন্যই এ ব্যবস্থা চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে এ পদক্ষেপ নেয়া হয়েছে।

    এদিকে ১৭ হাজার নিম্ন আয়ের মানুষকে খাদ্য সহায়তা দিতে শুরু করেছে জেলা প্রশাসন। করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে গিয়ে বিপর্যস্ত হয়ে পড়া নগরী ও ১৬টি উপজেলায় সাধারণ মানুষদের এই সহায়তা দেয়া হচ্ছে। এছাড়া চতুর্থ দিনের মতো টহলে নেমে বাজার তদারকি করেছে সেনা সদস্যরা।

    করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সরকারি বেসরকারি অনেক সংস্থায়ই এখন মাঠে রয়েছে। এছাড়া সরকারি বিধিনিষেধের কারণে সাধারণ মানুষ গৃহবন্দী। সেই সাধারণ মানুষের প্রয়োজনীয় দ্রব্য পৌঁছে দিতে পুলিশ চালু করেছে ডোর টু ডোর শপ। অর্থাৎ, ০১৪০০৪০০৪০০ নম্বরে কল দিলেই পুলিশ পৌঁছে দিয়ে আসবে ওই দিনের বাজার।

    চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের এই উদ্দোগ দেশজুড়ে প্রশংসা কুড়িয়েছে ইতিমধ্যে।