যুক্তরাজ্যে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড
    একদিনে বৃটেনে করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ৫৬৩

    বাংলাদেশ মেইল ::

    ব্রিটেনে করোনা ভাইরাসে আজ বুধবার (১ এপ্রিল)  আরও ৫৬৩ জনের মৃত্যু হয়েছে । এ নিয়ে বৃটেনে মোট মৃত্যুর সংখ্যা ২,৩৫২ ।

    বৃটেনজুড়ে গত মঙ্গলবার থেকে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪৩২৪ জন। এর ফলে মোট আক্রান্তের সংখ্যা গিয়ে দাড়িঁয়েছে ২৯৪৭৪ জনে।

    এদিকে বুধবার সকালে আরো একজন বাংলাদেশী ইন্তেকাল করেছেন। স্থানীয় সময় সকাল ১০টায় পূর্ব লন্ডনের লুইসহামের একটি হাসপাতালে ইন্তেকাল করেন। তার নাম মোহাম্মদ তোয়াহিদ আলী (৭৫)। মরহুমের গ্রামের বাড়ি সিলেটের বিশ্বনাথ সদর ইউনিয়নের মুফতির গাঁও গ্রামে।

    স্বাস্থ্য দফতর জানিয়েছে, ৩১ মার্চ সন্ধ্যা ৫ টার আগে ২৫ ঘন্টার মধ্যে এই মৃত্যুর ঘটনা ঘটেছে। জানুয়ারীর শেষে যুক্তরাজ্যে প্রথম কোভিড-১৯ মৃত্যু ঘটনা রেকর্ড হওয়ার পর এ বৃদ্ধি সবচেয়ে বড়।
    এর আগে বুধবার স্কটল্যান্ডে আরও ১৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, যা মোট ৭৬ জনে দাঁড়িয়েছে। ওয়েলসে, আরও ২৯ জন মারা গেছে, দেশটিতে মোট মৃতের সংখ্যা এখন ৯৮।