যুক্তরাষ্ট্রের ফুটবল দেখবেন না ট্রাম্প

     

    বাংলাদেশ মেইল::   ২০১৭ সালে জাতীয় সংগীত বাজানোর সময় হাঁটু গেঁড়ে বসা নিষিদ্ধ করে যুক্তরাষ্ট্র ফুটবল ফেডারেশন (ইউএসএসএফ)। জাতীয় রাগবি দলের (এনফএফএল) ক্ষেত্রেও এই নিয়ম কার্যকর হয়। কিন্তু কৃষ্ণাঙ্গ নাগরিকদের প্রতি সম্মান জানাতে ভোটাভুটির মাধ্যমে নিয়মটা পরিবর্তন করেছে ইউএসএসএফ।

    দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবার বিষয়টি পছন্দ করেননি। তিনি হুমকি দিয়েছেন, জাতীয় সংগীত বাজানোর সময় ভাবগাম্ভীর্যের সঙ্গে না দাঁড়ালে যুক্তরাষ্ট্রের ফুটবল ও এনএফএল দেখবেন না। সম্প্রতি যুক্তরাষ্ট্রে শেতাঙ্গ পুলিশের হাতে খুন হন কৃষ্ণাঙ্গ নাগরিক জর্জ ফ্লয়েড।

    রিপাবলিকান দলের কংগ্রেস সদস্য ম্যাট গায়েৎজ টুইটারে সমালোচনা করে বলেন, ‘জাতীয় সঙ্গীতের সময় দাঁড়িয়ে থাকে না, এমন ফুটবল দলের চেয়ে যুক্তরাষ্ট্রের দল না থাকাই ভালো। জাতীয় সঙ্গীত বাজার সময় না দাঁড়ালে আমাদের পতাকাতলে জাতীয় দলের হয়ে খেলা উচিৎ নয়।’ গায়েৎজের টুইট রিটুইট করেছেন ট্রাম্প।তিনিও হুমকি দিয়ে বলেছেন, ‘আমিও আর দেখবো না।’