দক্ষিণ কোরিয়ার পপ তারকা জোহান আর নেই

    বাংলাদেশ মেইল:: দক্ষিণ কোরিয়ার পপ তারকা ও টিএসটি ব্যান্ডের সদস্য জোহান মারা গেছেন। গত মঙ্গলবার (১৬ জুন) মাত্র ২৮ বছর বয়সে মারা যান তিনি। জোহানের প্রকৃত নাম কিম জং-হুয়ান। তবে তাঁর মৃত্যুর কারণ জানা যায়নি। আজ বৃহস্পতিবার তাঁর শেষকৃত্য হবে।

    ভারতের সংবাদমাধ্যম ফ্রি প্রেস জার্নালের প্রতিবেদনে জানা যায়, কেজি মিউজিক এন্টারটেইনমেন্ট জোহানের মৃত্যুর খবর নিশ্চিত করে একটি বিবৃতি প্রকাশ করেছে।‘দুর্ভাগ্যজনক ও কষ্টের সংবাদটি জানাতে পেরে বেশ ব্যথিত।

    গত ১৬ জুন (মঙ্গলবার) টিএসটি সদস্য জোহান পৃথিবী ছেড়ে চলে গেছেন। জোহানের পরিবার এখন গভীরভাবে শোকাহত। যেসব সংবাদমাধ্যম জোহানের মৃত্যু নিয়ে অনুমাননির্ভর খবর প্রকাশ করছে, জোহানের পরিবার তাদের প্রতি বিরক্ত,’ বলা হয়েছে বিবৃতিতে।

    জোহান নামে পরিচিত কিম জং-হুয়ান ২০১৫ সালে তাঁর অভিষেকের পরে নম গ্রুপের সঙ্গে কাজ করে বেশ খ্যাতি পান। তবে ওই ব্যান্ডের সঙ্গে ছাড়াছাড়ির পর ২০১৭ সালে ‘টপ সিক্রেট’ ব্যান্ডে যোগ দেন। এই ব্যান্ডের চতুর্থ একক অ্যালবাম ‘কাউন্টডাউন’ এ বছরের শুরুতে মুক্তি পায়।