করোনায় চকবাজার ওয়ার্ড আ’ লীগের সভাপতি আব্দুর রহমানের মৃত্যু

    বাংলাদেশ মেইল :: 

    করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন চট্টগ্রাম নগরের চকবাজার ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুর রহমান। ইন্না লিল্লাহি ওয়া ইলাইহি রাজিউন।

    বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল আনুমানিক সাড়ে ৯টার দিকে তিনি নগরীর মেট্রোপলিটন হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। তিনি সাত ছেলে ও এক মেয়ের জনক।

    বিষয়টি নিশ্চিত করেছেন কাপাসগোলা ইউনিট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওপ্রয়াত আবদুর রহমানের   বড় ছেলে হাজী সেলিম রহমান।

    তিনি বলেন, আমার বাবা- প্রবীণ আওয়ামী লীগ নেতা ও চকবাজার ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুর রহমান করোনায় আক্রান্ত হয়ে প্রায় ১৫ দিন মেট্রোপলিটন হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। সকালে তিনি বৃৃৃহস্পতিবার সকালে মৃৃত্যুবরন করেছেন।

    কাপাসগোলার জামতলা জামে মসজিদ প্রাঙ্গণে স্বাস্থ্যবিধি মেনে জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হবে বলে জানা গেছে।

    আব্দুর রহমান দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন। এছাড়া কাপাসগোলা মহল্লা কমিটির সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন।