এবার ওমরাহর প্রস্তুতি নিচ্ছে সৌদি

    বাংলাদেশ মেইল ::

    করোনার মধ্যে কড়া নিরাপত্তা এবং কঠোর বিধিনিষেধের মধ্যে হজ পালিত হয়েছে। এবার ওমরাহ প্রস্তুতি শুরু করতে যাচ্ছে সৌদি সরকার।

    সৌদির হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব ডা. হুসেইন আল শরীফ জানান বলেন, এ বছর করোনার মধ্যে স্বাস্থ্যবিধি মেনে কড়া নিরাপত্তার মধ্যে যেভাবে হজ আয়োজন করা হয়েছে, তার পুরো প্রক্রিয়াটি থেকে শিক্ষা নিয়ে পরবর্তী ওমরাহ মৌসুমের প্রস্তুতি নেবে মন্ত্রণালয়।

    তিনি আরও জানান, হজ শেষ হয়েছে। ন্যূনতম ৭ দিন কোয়ারেন্টাইন করে যার যার গন্তব্যে ফিরে যাবে হজে অংশগ্রহণকারীরা। যারা বিমানে যাবে তাদের বিমান বন্দরে পৌছে দেয়া হবে। আর যারা সড়ক পথে যাবে তাদের গন্তব্যে পৌছার ব্যবস্থাও করবে হজ ও ওমরাহ মন্ত্রণালয়।

    এদিকে করোনা সংক্রমণ রোধে ফেব্রুয়ারির শেষে মক্কায় ওমরাহ পালন এবং মদিনার মসজিদে নামাজ আদায়ের জন্য সৌদি ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। পরে ৪ মার্চ সৌদির নাগরিক এবং অধিবাসীদের জন্যও ওমরাহ পালনে নিষেধাজ্ঞা আরোপিত হয়।

    তবে সফলভাবে হজ সম্পন্ন হওয়ার পর করোনা ভাইরাস পরিস্থিতিতেই ওমরাহ পালনের ব্যবস্থা করা যায় কিনা, তা মূল্যায়ন করবে সৌদি।