গ্যাসের পাইপ লিকেজ থেকেই মসজিদে বিস্ফোরণ

    বাংলাদেশ মেইল ::

    গ্যাসের পাইপ লিকেজ হওয়ার কারণে জমে থাকা গ্যাস থেকে নারায়ণগঞ্জের বাইতুস সালাত জামে মসজিদে বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের তদন্ত কমিটির প্রতিবেদনে ‍উঠে এসেছে।

    আজ বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে প্রতিবেদনটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জমা দেয়ার কথা রয়েছে।

    প্রতিবেদনটিতে বলা হয়েছে, গ্যাসের পাইপ লিকেজ হওয়ার কারণে গ্যাস জমে ছিল অনেকদিন ধরে। এদিন মসজিদের একটি সুইচ চাপ দেয়ার সঙ্গে সঙ্গে আগুনের স্ফুলিঙ্গ সৃষ্টি হয়। ফলে জমে থাকা গ্যাসের কারণে আগুনের উৎপত্তি হয়। সেই আগুনের কারণেই বিস্ফোরিত হয় এসিগুলো। ঘটে বড় ধরনের দুর্ঘটনা।