পর্যটকদের জন্য খুলে দিয়েছে সাজেক ভ্যালি

    বাংলাদেশমেইল:  মঙ্গলবার সকাল থেকে সাজেক ভ্যালিতে পর্যটকদের যাতায়াতের অনুমতি দিয়েছে খাগড়াছড়ি প্রশাসন।

    দীর্ঘ ৫ মাস পর রাঙ্গামাটির সাজেক ভ্যালিতে পর্যটকদের যাতায়াতের অনুমতি দিয়েছে স্থানীয় প্রশাসন।

    মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল এই সিদ্ধান্ত কার্যকর করা হয়। সাজেক ও খাগড়াছড়ির পর্যটন কেন্দ্র গুলো সীমিত পরিসরে খুলে দেয়ায় এ খাত সংশ্লিষ্টরা আবারও ঘুরে দাঁড়ানোর আশা করছেন। সাজেকের কটেজ, রিসোর্ট ও খাবারের হোটেলগুলোতে চলছে অতিথি আগমনের প্রস্তুতি।

    খাগড়াছড়ি-সাজেক পরিবহন কাউন্টারের লাইনম্যান আরিফ জানান, “সকাল থেকে মাত্র দু’টি পিকআপ সাজেকের জন্য ভাড়া হয়েছে। দীর্ঘ পাঁচ মাস আমাদের মানবেতর জীবন কাটাতে হয়েছে। আশা করছি কয়েকদিনের মধ্যে পর্যটকের আগমন বাড়লে পরিবহন খাত চাঙ্গা হবে।”

    সাজেকের লুসাই গ্রাম কটেজের কর্মীরা সুলতান জানান, কটেজের ছয়টি রুমের মধ্যে প্রথমদিন একটিতে অতিথি উঠেছে। আগামীকাল আরও দু’টি রুমের বুকিং আছে।

    সাজেক কটেজ মালিক সমিতির সভাপতি সুপর্ণ দেব বর্মণ জানান, “সাজেকে পর্যটকদের আসা যাওয়া ও কটেজ খোলার বিষয়ে স্থানীয় প্রশাসনের সাথে বৈঠকে শর্ত মেনে চলতে বলা হয়েছে। আমাদের পক্ষ থেকে এসব শর্ত পালনে কটেজ মালিক ও পর্যটকদের ওপর নজরদারি রয়েছে। কেউ শর্ত ভঙ্গ করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।”

    এর আগে, গত ১৮ মার্চ থেকে করোনা ভাইরাসের সংক্রমণরোধে খাগড়াছড়ি ও সাজেক ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়েছিল স্থানীয় প্রশাসন।

    বাংলাদেশমেইল/ বিপ্লব তালুকদার/ খাগড়াছড়ি